সরাইল সাবেক গণপূর্তমন্ত্রী ও তিন এমপিসহ ৬৭ জনের আসামি করে হত্যা মামলা
স্টাফ রিপোর্টার সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক গণপূর্তমন্ত্রী ও তিন এমপিসহ ৬৭ জনের নামে এবং ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন সরাইল থানায় এ হত্যা মামলা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণ উপলক্ষে বাংলাদেশ হেফাজতে ইসলাম মোদির আগমণের বিরোধীতা করিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিগত ২৬-০৩-২০২১ ইং তারিখ হইতে আলেম ওলামা, তৌহিদী জনতা শান্তিপূর্ণ মিছিল করিতে থাকিলে উক্ত মিছিলে গুলি চালিয়ে উপজেলার কাটানিশার মোড়াহাটি এলাকার লিটন মিয়াকে হত্যা করা হয়।’
ওই হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপির আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে। এছাড়া চট্রগ্রামের সাবেক এমপি মজিবুল বাশর মাইজ ভাণ্ডারী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক বাপ্পিসহ ৬৭ জনের নামে ও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহাগ রানা হত্যা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছেন।