সোমবার সকাল ৯:৩৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

খাগড়াছড়ি বজ্রপাতে নিহত ১

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 5 November, 2024.

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি: ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বিলবোর্ড, বৈদ্যুতিক তার ছিড়ে পড়েছে।

এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এ সময় বাস টার্মিনালের মূল সড়কের উপর গাছ ভেঙে পড়ে।

এ কারণে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের ওপরেও একটি গাছ পড়ে। এতে কয়েকটি গাড়ি চাপা পড়ে। এ সময় বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এ ছাড়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে জেলার বিদ্যুৎ সঞ্চালন লাইনে ওপরেও গাছ ভেঙে পড়ে। এ কারণে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্ধকারে রয়েছে খাগড়াছড়ি সদরসহ ৪ উপজেলা।

সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে ভেঙে পড়া গাছ সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

মহালছড়ি উপজেলার খেয়াংসা পাড়ায় বজ্রপাতে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, যেসব স্থানে গাছ ভেঙে পড়েছে সেখানে অপসারণের কাজ চলছে।