হে অন্তর্যামী
বিভাগ ফিচার,
6 November, 2024.
” কবি দেওয়ান মারুফ “
( ব্রাহ্মণবাড়িয়া)
সৃষ্টির স্রষ্টা তুমি, তুমি অন্তর্যামী
তোমার ই করুনায় আমি
এই জীবনের পথ চলি ।।
জানি না কোন অপরাধে
অপরাধী আমি
কখন অজানাতে ভুল করে থাকি ।।
মাফ করে দাও খোদা, আমি ক্ষমাপ্রার্থী
চারিদিকে অসংখ্য অনিয়মের হাতছানি
তারই মাঝে আমি পথ চলি ।।
জানি তুমি ক্ষমাশীল, দয়ার সাগর তুমি
তোমার ই সৃষ্টি আমি, দিয়েছো জ্ঞান বুদ্ধি
তার মাঝেও আমি ভুল করে থাকি ।।
হে মহান অধিপতি, তুমি সৃষ্টিকর্তা মানি
তোমার ই ঈশারায় চলে এই জগতের সকল প্রাণী
তোমার ই বিচারালয়ে একদিন হবে বিচার
কেউ দিতে পারবে না ফাঁকি ।।