সোমবার সকাল ৯:১৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

আসব তোমার গাঁয়ে

বিভাগ ফিচার, 10 December, 2024.

” ফাতিমা পারভীন ”

একবার যদি পারি আসব তোমার গাঁয়ে
সেদিন মুক্তি দিয়ে দেব চিরতরে
তোমার খণ্ডকালীন মায়ার বাঁধনে
আজ আমি ছেঁড়া নক্ষত্রের মতো পড়ে আছি
চাইলেও জ্বলে উঠতে পারিনা
গোধূলির নরম আভাসে
তোমাকে চাইতে গিয়ে হেরে যাই
অসীম দিগন্তে একাই হাঁটি
সময়গুলো বড্ড অশুদ্ধ অবেলায় দাঁড়িয়ে
তোমাকে ডেকে ডেকে ব্যাকুল
বড় তেষ্টা তোমার নামে
হৃদয় শুকিয়ে যায়
আমাকে নিঃসঙ্গ পথিক করে দেয়।

একবার যদি পারি আসব তোমার গাঁয়ে
মুক্তির মিছিলে স্লোগান হয়ে খতিয়ে দেখবো
তুমি কতটা মুক্তি চেয়েছিলে
তোমার জন্য ক্ষত হৃদয়ে শরতের মেঘের মতো
এতো এতো অপেক্ষার জলরাশি
বিষাদ ছুঁয়ে বিমূর্ত হয়ে ওঠে
কবিতার মায়াজালে বিরহের ঘরবাড়ি
বিধ্বস্তের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

একবার যদি পারি আসব তোমার গাঁয়ে
সেদিন হৃদপিণ্ডের কাব্য থলে থেকে
বের করে দেব গোপনে লেখা তোমার নাম
হয়তো মুক্তির পেরেকের আঘাতে আঘাতে
পরিপূর্ণ হবে বিষাদময় অক্ষর বিন্যাস
ছন্দপতনের শব্দভাণ্ডার ভেঙ্গে যাবে
দীর্ঘ মেয়াদি অনল
তোমার খণ্ডকালীন সামান্য স্মৃতি
মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দিবে নতুন করে
ছারখার করে দিবে আমার অস্থি মজ্জা
বিশুদ্ধ তোমাকে সেদিন
মুক্তি দিয়ে দেব চিরতরে।