বৃহস্পতিবার রাত ১১:২৬, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা এপ্রিল, ২০২৫ ইং

আশুগঞ্জ বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 25 January, 2025.

কাজী রনি,আশুগঞ্জ থেকে ফিরে: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মো. সাত্তার মিয়া (৫৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

২৪ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজার সামনের আশুগঞ্জ বাজারে যাওয়ার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷

সাত্তার মিয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম ডোমনমারা গ্রামের ওছি বাড়ির মৃত কুদরত আলীর ছেলে।

সাত্তার মিয়ার ছেলে কাউসার মিয়া জানা যায়, সাত্তার মিয়া সোমবার ফজরের নামাজ পড়বে বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে সাত্তার মিয়া নিখোঁজ। পরে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজার সামনের আশুগঞ্জ বাজারে যাওয়ার রাস্তা পাশ থেকে সাত্তার মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বাবার লাশ নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসছি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ঠান্ডা জনিত অথবা স্ট্রোক করে মারা গেছে৷