সোমবার সন্ধ্যা ৭:০২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

হবিগঞ্জ-৪ ব্যারিস্টার সুমনের জয়   

বিভাগ রাজনীতি, 7 January, 2024.

স্টাফ রিপোর্টার হবিগঞ্জ: প্রতিমন্ত্রী মাহবুব আলীকে এক লাখ ভোটে পরাজিত করলেন আলোচিত হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

টানা ১০ বছর সংসদ সদস্য ও পাঁচ বছর মেয়াদে মন্ত্রিপরিষদে থাকা এ নেতাকে পরাজিত করে সুমন আরও আলোচিত হচ্ছেন।

৭ জানুয়ারি রোববার দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ১৭৭টি কেন্দ্রে ভোট দেন ২ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন।

এর মধ্যে ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৫৪৩ ভোট।

কাস্ট হওয়া ভোটের মধ্যে ২ হাজার ৭৬৮টি বাতিল হয়।

অন্য ছয় প্রার্থী পেয়েছেন বাকি ২ হাজার ২৭টি ভোট।

বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আওয়ামী লীগের মনোনয়নে গত দুই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ও ব্যারিস্টার সুমন এবার আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন।

তবে সুমন মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। আর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই সুমনের জনপ্রিয়তা জেলাজুড়ে আলোচিত হয়।