মঙ্গলবার সকাল ৬:৪৩, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া খবর

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 11 February, 2024.

নবীনগর দীঘিতে ২ পা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া থেকে মো: আলমগীর হোসেন সাগর: জেলার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা৷

১১ ফেব্রুয়ারি  রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে দীঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, জেলা সদর থেকে কিছুদিন আগে মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ উদ্ধার করেছিল সদর থানা পুলিশ।

পা দুটি ওই মরদেহের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরআগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখা লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

আশুগঞ্জ বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার আশুগঞ্জ:  জেলার আশুগঞ্জে জায়গা সংক্রান্তের বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ঘুষিতে মো. সোহেল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে কাশেম মিয়ার পরিবারের আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া সোহেলকে ঝাপটে ধরে কিল ঘুষি মারেন। এ সময় সোহেল গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাহিদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।