মঙ্গলবার রাত ১:২০, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে গমের আবাদ

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 25 February, 2024.

মো: আলমগীর হোসেন সাগর,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় গম আবাদে ঝুঁকছে কৃষক, বাড়ছে গমের আবাদ। অধিক লাভের পাশাপাশি ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা গম চাষের দিকে ঝুঁকছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

কৃষি বিভাগ জানিয়েছে, চাষীদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা ও প্রদর্শনীসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়ার কথা।

গম একটি আমদানি নির্ভর ফসল। এক সময় ব্রাহ্মণবাড়িয়া জেলায় গমের ব্যাপক আবাদ হলেও মাঝে কিছুটা কমে যায়। গমের ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা আবারো গম চাষে উৎসাহিত হচ্ছে।

প্রতি বছরই জেলায় গমের আবাদ বাড়ছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৯১০ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। জেলার সবকটি উপজেলায় গম এর আবাদ হলেও নবীনগর উপজেলায় আবাদ হয়েছে সবচেয়ে বেশি। শুধুমাত্র নবীনগরেই ৩১০ হেক্টর জমিতে এবার গমের আবাদ হয়েছে।

কৃষকরা জানিয়েছে আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়ায় অধিক লাভের আশায় প্রণোদনার আওতায় উচ্চ ফলনশীল জাতের গমের আবাদ করেছেন। কানি প্রতি ৫/৬ হাজার টাকা খরচ হয়েছে।

আবাদকৃত গমের মধ্যে রয়েছে বারি গম-৩০, বারি গম-৩১, বারি গম -৩২, বারি গম -৩৩।

এখন পর্যন্ত মাঠের অবস্থা ভালো। কানি প্রতি ৮/১০ মন গম পাওয়া যাবে। কৃষি বিভাগ জানিয়েছে, আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ৫শ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে প্রায় ২৮৭০মে. টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

গমের আবাদ সম্প্রসারণে সরকারের নেয়া উদ্যোগে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে জানান জেলা কৃষি বিভাগের কর্মকর্তা সুশান্ত সাহা। নতুন ফসল আবাদের মাধ্যমে কৃষক লাভবান হবেন এমনটাই প্রত্যাশা।