মঙ্গলবার সকাল ৭:০৮, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

মাধবপুর ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 2 May, 2024.

স্টাফ রিপোর্টার,মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান পাঁচজনের মৃত্যু তথ্য নিশ্চিত করে জানান, বিদেশ থেকে ফেরা এক প্রবাসীকে নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহগুলো উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য।