মঙ্গলবার সকাল ৬:২২, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

নড়াইল বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 11 May, 2024.

স্টাফ রিপোর্টার নড়াইলে: জেলা সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মামুন সমাদ্দার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কাজেম আলী (৩৬) নামে আরও এক সাইকেল আরোহী আহত হন।

১১ মে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনের বাড়ি নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে।

তিনি ওই গ্রামের বাবুল সমাদ্দারের ছেলে।

আহত কাজেম উজিরপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন সমাদ্দার সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকের নিয়ে বাড়ি থেকে বের হন। নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিলে পৌঁছালে মোটরসাইকের বেপরোয়া গতি থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকের আরোহী কাজেম আলীকে ধাক্কা দেন তিনি। এতে দুইজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত কাজেম আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।