সরাইল মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে আসিফ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
৫ জুন বুধবার দুপুরে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের ধরন্তি নামক স্থান রিসোর্টের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের লিংকন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একদিন আগে আসিফ মোটরসাইকেলটি ক্রয় করেন।৫ জুন বুধবার দুপুরে বন্ধুদের সাথে নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের ধরন্তি নামক স্থান রিসোর্টের সামনে দ্রুতগতির একটি সিএনজির সাথে আসিফের মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে বাইক থেকে পরে গুরুতর আহত হন আসিফ। এসময় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া (ঘাটুরা) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।