সোমবার সকাল ১০:০৩, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

সুষ্ঠু নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

বিভাগ রাজনীতি, 12 August, 2024.

ঢাকা অফিস: জাতীয় নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সময় দিয়েছি।’

১২ আগস্ট সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।

গত ৮ আগস্ট সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে বিএনপির এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে বিএনপি মহাসচিব বলেছেন, বৈঠকে নির্বাচনের বিষয়টি নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।

তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সময় লাগবে বলে আগেই জানিয়েছিলেন তারা।

‘আমরা তাদের সময় দিয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজনের জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেয়নি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডে তার দল সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও জমিরউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।