জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা যোগ দিলেন ড. ইউনূস
বিভাগ জাতীয়,
24 September, 2024.
এভরিনিউজ রিপোর্ট: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়।
তাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার ভলকার টুর্কসহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূস সোমবার নিউইয়র্ক পৌঁছান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে তিনি সংস্থাটির ৭৯তম অধিবেশনে যোগ দেন।