সোমবার রাত ৪:৪৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ছয় মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 11 December, 2024.

ঢাকা অফিস: রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ছয় মামলার আসামি মো. অন্তরকে (২৪) গাঁজাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ।

১১ ডিসেম্বর বুধবার দুপুরে বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর থানার একটি দল আসামি অন্তরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার অন্তরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার অন্তরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ আরও ছয়টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।