সোমবার দুপুর ২:৫২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

টেকনাফ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 1 December, 2018.

স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হাবিব উল্লাহ (৩০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

১ ডিসেম্বর শনিবার ভোরে টেকনাফের শাপলাপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। হাবিব উল্লাহ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এভরিনিউজকে জানান, ইয়াবা পাচারের জন্য একদল মাদক ব্যবসায়ী টেকনাফের শাপলাপুর এলাকায় জড়ো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি অস্ত্র, ছয় হাজার পিস ইয়াবা এবং হাবিবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবিব পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি প্রদীপ।