মঙ্গলবার ভোর ৫:৩১, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

খিলক্ষেত মরদেহ উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 15 December, 2018.

ঢাকা ব্যুরো: রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাড়ি থেকে হোসেন আলী মাসুদ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান এভরিনিউজকে জানান, বটতলা এলাকায় নিজ বাড়িতে থাকতেন মাসুদ। তিনি বিবাহিত হলেও অনেক আগে থেকেই তার স্ত্রী তার সঙ্গে থাকতেন না।

তিনি টিনসেট বাড়ি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন। মরদেহে তেমন কোনো আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।