সোমবার রাত ১১:৩৭, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

জাফরউল্লাহ সমর্থকদের হামলায় নিক্সন চৌধুরীর কর্মী নিহত

বিভাগ রাজনীতি, 27 December, 2018.

স্টাফ রিপোর্টার ফরিদপুর: কাজী জাফরউল্লাহর সমর্থকদের হামলায় ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) এক সমর্থক নিহত হয়েছেন। নিহত ইয়াকুত সিপাহি (৫৫) কালামৃর্ধা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার। লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকা সূত্র জানায়, বুধবার রাতে কালামৃর্ধা ইউনিয়নের আটট্রা-ভাসরা এলাকায় নিক্সন চৌধুরীর সিংহ মার্কার জন্য ভোট চাইতে বের হন ইয়াকুত সিপাহি। একই সময় ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকরা নৌকার জন্য ভোট চাইতে ওই এলাকায় বের হন।

এসময়ে আটট্রা-ভাসরা এলাকায় ইয়াকুত সিপাহিকে ধাওয়া করে তার উপর হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা ও পরে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে রাতেই তিনি মারা যান।

ভাঙ্গা থানার ওসি মো. সাইদুর ইসলাম জানান, ময়নাতদন্তর রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিবেশ শান্ত আছে।