সোমবার বিকাল ৪:০২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিপিএল এর ১০টি ম্যাচ চট্টগ্রামে

বিভাগ খেলা, 5 January, 2019.

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ পর্বের এ খেলা শুরু হবে ২৫ জানুয়ারি, শেষ হবে ৩০ জানুয়ারি।

২৫ জানুয়ারি দুপুর ২টায় সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস এবং সন্ধ্যা ৭টায় চিটাগাং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স, ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস এবং বিকাল ৫টা ২০ মিনিটে চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংসেএর খেলা অনুষ্ঠিত হবে।

২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং বিকাল ৫টা ২০ মিনিটে রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস এর খেলা।

৩০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় চিটাগাং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস এবং বিকাল ৫টা ২০ মিনিটে সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস এর খেলা অনুষ্ঠিত হবে।

ঢাকার প্রথম পর্বে শনিবার (৫ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংস।

চিটাগাং ভাইকিংসচিটাগাং ভাইকিংসের অধিনায়ক উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম বললেন, ‘অনেক দিন পর দায়িত্ব এসেছে। চেষ্টা করবো পারফরম্যান্স দিয়ে চিটাগাংকে গত আসরের চেয়ে ভালো একটা ফল দেওয়ার। আমাদের বিশ্বাস, চিটাগাং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু খেলোয়াড় আছে, যারা খুব ভালো কিছু করবে।’