সোমবার দুপুর ২:০৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

শহীদ মিনারে বুলবুলকে গার্ড অব অনার প্রদান

বিভাগ বিনোদন, 23 January, 2019.

ঢাকা ব্যুরো;কেন্দ্রী: শহীদ মিনারে বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

জানা গেছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ২৩ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে মরহুমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরে ১১টা ৫ মিনিটের দিকে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপরপরই সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাব নগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সংগীত পরিচালক।