সোমবার সন্ধ্যা ৬:৩৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা পেলেন সুবর্ণা মুস্তাফা

বিভাগ বিনোদন, 2 March, 2019.

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: তারুণ্যের উচ্ছ্বাস প্রবর্তিত ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০১৯’ গ্রহণ করলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

২ মার্চ শনিবার সন্ধ্যায় নগরের শিল্পকলা অ্যাকাডেমি মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এতে অতিথি ছিলেন নাট্যজন শিশির দত্ত, রাজনীতিবিদ ও সংস্কৃতিজন মফিজুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, অভিনয়শিল্পী বন্যা মির্জা, ফোরএইচ গ্রুপের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হোসাইন আল আশকারী এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক।

আলোচনায় অতিথিরা বলেন, বাংলাদেশের আবৃত্তিশিল্প চর্চায় অনিবার্য নাম গোলাম মুস্তাফা। তার প্রতি সম্মান জানিয়ে সম্মাননা এ বছর তার সুযোগ্য কন্যা বাংলাদেশের বরেণ্য শিল্পী সুবর্ণা মুস্তাফা এবং আসাদুজ্জামান নূরের মতো বহুমাত্রিক শিল্পীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তটিও আমাদের সবার জন্যে আনন্দের।

তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া।