মঙ্গলবার ভোর ৫:৩৫, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

টসে হেরে ব্যাটিং বাংলাদেশ

বিভাগ খেলা, 5 June, 2019.

স্পোর্টস রিপোর্ট: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাটিং পেয়েছে মাশরাফিরা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয়ে আসর শুরু করে লাল-সবুজের দলটি। আর সেই একাদশ নিয়েই এই ম্যাচে মাঠে নামছে দলটি।

লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিশ্বকাপের শুরুতেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এমন শুরুর পর বুধবার (০৫ জুন) মুখোমুখি হতে যাচ্ছে আরেক অভিজ্ঞ দল নিউজিল্যান্ডের। যারা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে।

প্রথম ম্যাচে জয় নিয়ে দু’দলই আত্মবিশ্বাসে ভরপুর। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে। তবে তাতে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস তাই বলছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে ১০টিতে জয় ও ২৪টিতে হার। ২০১০ সালে দেশের মাটিতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জয়, ২০১৩ সালে আবারো ঘরের মাঠে ৩ ম্যাচ সিরিজে কিউদের হোয়াইটওয়াশ করে তারা।

সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্র্রফিতে গ্রুপ ‘এ’র ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এসব অভিজ্ঞতাই নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তি যোগাবে টাইগারদের। যদিও বিশ্বকাপ আসরে চারবারের দেখায় প্রতিবারই কিউইরা জয় তুলে নিয়েছিল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।