করোনাভাইরাসের কারণে এশিয়ার বিশ্বকাপ বাছাই স্থগিত
স্পোর্টস রিপোর্ট: করোনাভাইরাসে কারণে একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাস বর্তমানে ইরান, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ আকার ধারন করেছে। ক্রীড়া জগতেও এর প্রভাব পড়েছে। সর্বশেষ করোনাভাইরাসে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।
মার্চ ও জুনে হতে চলা ম্যাচগুলো স্থগিত করতে সম্মতি প্রকাশ করেছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এক বিবৃতির মাধ্যমে ফিফা ব্যাপারটি জানায়।
বিবৃতিতে বলা হয়, আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি মতৈক্যে পৌঁছেছে।
এমন ঘোষণা পর ইতোমধ্যে ফিফা বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে।
মার্চের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৬ ও ৩১ তারিখে। আর আগামী ৪ ও ৯ জুন দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে হওয়ার কথা ছিল আরও ৩২টি ম্যাচ। তবে ফিফা ও এএফসি জানিয়ে রেখেছে, চাইলে সুরক্ষা নিশ্চিত করে এবং পারস্পারিক সম্মতির ভিত্তিতে সদস্য দেশগুলো ম্যাচ খেলতে পারবে।