বঙ্গবন্ধুর খুনি মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর আনুষ্ঠানিকতা শুরু
বিভাগ আইন ও বিচার,
7 April, 2020.
ঢাকা ব্যুরোঃ আনিসুল হক বলেছেন, এখন আব্দুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এই আনুষ্ঠানিকতা শেষ হলেই রায় কার্যকর করা হবে। ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নিজের গুলশানের বাসভবনে এ কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ ২৩ বছর ধরে কলকাতায় আত্মগোপনে ছিলেন। গত ১৬ মার্চ তিনি ঢাকায় আসেন। এরপর সোমবার ৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার দুপুর পৌনে ১টায় মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।