সোমবার রাত ৪:৩৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব

বিভাগ বিনোদন, 7 December, 2021.

এভরিনিউজ রিপোর্টঃ চিত্রনায়ক ইমনকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জিজ্ঞাসাবাদ শেষে  ৭ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে কুর্মিটোলার র‌্যাব সদর দফতর থেকে বের হন তিনি।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে চিত্রনায়ক ইমনকে ডেকে নিয়ে আসা হয়। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ১৫ মিনিটে কুর্মিটোলার র‌্যাব সদর দফতর থেকে বের হন তিনি।

এর আগে ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।