সোমবার রাত ১০:৫০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইউক্রেনের অর্ধেক শিশু বাস্তুচ্যুত হয়ে পড়েছে

বিভাগ আন্তর্জাতিক, 26 March, 2022.

এভরিনিউজ রিপোর্টঃ জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, যুদ্ধের এক মাসের মধ্যে ইউক্রেনের অর্ধেকেরও বেশি শিশু বাস্ত্তচ্যুত হয়ে পড়েছে। দেশটিতে ৭৫ লাখ শিশু রয়েছে জানিয়ে ইউনিসেফ বলছে, প্রায় ৪৩ লাখ শিশু গৃহহারা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শিশুদের সবচেয়ে দ্রুতগতিতে বাস্তুচ্যুত হয়ে পড়ার কারণ এই যুদ্ধ।’ ইউনিসেফ বলছে বাস্তুচ্যুত হয়ে পড়া শিশুদের প্রায় ১৮ লাখ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আর ২৫ লাখ শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) হিসাব অনুযায়ী, ইউক্রেনে রুশ আগ্রাসনে শতাধিক শিশু নিহত হয়েছে। তবে এই হিসাব শুধু জাতিসংঘের হাতে আসা তথ্যের ভিত্তিতে করা। ফলে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। ক্যাথেরিন রাসেল বলেন, ‘এটা ভয়াবহ মাইলস্টোন যার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে পড়তে পারে।’