টাঙ্গাইল স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২ মার্চ সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত স্বামীর নাম আশরাফুল ইসলাম (২৭)। তিনি দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান এভরিনিউজকে জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরদিন ১৯ আগস্ট নিহতের বাবা আ. সামাদ বাদি হয়ে আশরাফুলকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। Tweet
সিরাজগঞ্জ ধষর্ণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় গণধষর্ণ মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির। ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এপিপি) শেখ আব্দুল হামিদ লাবলু এভরিনিউজকে এ তথ্য জানান। Tweet
কুষ্টিয়া মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: নেশার টাকা না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে গর্ভধারিণী মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে জুয়েল সরদার ওরফে জুয়েল রানা নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জুয়েল সরদার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আংদিয়া এলাকার আজিজুল সরদারের ছেলে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে জুয়েলের সঙ্গে তার মা বানেরা খাতুনের পারিবারিক কলহ বাঁধে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জুয়েল তার মাকে ধারালো হাসুয়া ও কোদাল দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন জুয়েলকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবা আজিজুল সরদার। তদন্ত শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে একই বছরে ১৯ জুনে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এভরিনিউজকে জানান, নিজের গর্ভধারিণী মাকে নির্মমভাবে হাসুয়া এবং বিস্তারিত
৩ ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছর করে সাজা
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: ২০১৬ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ২৮ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীকে ১৫ বছর করে সাজা দিয়েছেন আদালত। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় দেন। একই রায়ে আদালত আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৬ মাস করে জেল দিয়েছেন। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা এটি। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতকানিয়ার ঢেমশা এলাকার ফকির মোহাম্মদের ছেলে আলী আহমদ (৫৬), পটিয়া (বর্তমানে কর্ণফুলী) শিকলবাহা এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মো. হামিদুল্লাহ (৩২) ও রাঙামাটি কাউখালী এলাকার আজিজুল হকের ছেলে মো. মহিউদ্দীন (৩৯)। আদালত রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী এভরিনিউজকে বলেন, মাদক মামলায় ৩ আসামিকে ১৫ বছর করে সাজা দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। আদালত আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৬ মাস করে জেল দিয়েছেন। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা বিস্তারিত
কুষ্টিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১১…
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: কুষ্টিয়ায় হত্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে একজনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বানিয়াপাড়া এলাকার নফছের আলী ছেলে জাগো (৩০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদরের সোনাইডাঙ্গা এলাকার বদর উদ্দিনের ছেলে ইলাম মণ্ডল ওরফে কালু (৩২), বৃত্তিপাড়া এলাকার মনোয়ার মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩০), একই এলাকার শামসুলের ছেলে ইউনুচ (৩৫), গজনবীপুর এলাকার মৃত আলম ফকিরের ছেলে বাদশা ওরফে বাশি মণ্ডল (৩৮), দেড়িপাড়া এলাকার তোয়াক্কেল জোয়াদ্দারের ছেলে আলিম ওরফে ঝড়ো (৩৮), উজানগ্রাম এলাকার মোনাউল্লাহর ছেলে বাবলু (৪০), বারুইপাড়া এলাকার আফাজ সর্দারের ছেলে আমিরুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত তাইজাল হোসেনের ছেলে রহমত ওরফে সাইদুল (২৬), ইজ্জত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), ইয়ার আলীর ছেলে আলী বিস্তারিত
নিগার হত্যা মামলা ৮ আসামির ১০ বছর…
ঢাকা ব্যুরো: রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতি করার সময় সৈয়দা সাবেকুন নাহার নিগার (৩৫) নামে এক নারীকে হত্যার দায়ে আট আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার ঢাকার সপ্তম বিশেষ জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ শাহ (২২), হারুন হাওলাদার (২৪), সাজেদুল ইসলাম সজল (২৪), সোহাগ শরীফ (২৩), সাকিব হাসান সিজার (২৫), মেরাজুল শেখ (২৫), আনোয়ার হোসেন হৃদয় (২৪) ও শাহ ইমাম হাসান রনি (২৭)। আসামিদের মধ্যে কারাগারে থাকা সাজেদুল ইসলাম সজল আদালতে উপস্থিত ছিলেন। বাকি দণ্ডপ্রাপ্তরা পলাতক। এর মধ্যে মাসুদ শাহ ও হারুন হাওলাদার শুরু থেকেই পলাতক এবং বাকিরা জামিন নিয়ে পলাতক হয়েছেন। বাদীপক্ষের আইনজীবী দুলাল মিয়া জানান, রায়ে সন্তুষ্ট নয় বাদীপক্ষ। আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ১০ বছর কারাদণ্ড দেওয়াটা উপযুক্ত সাজা বলে আমরা মনে করছি না। আমরা এ রায়ে ক্ষুব্ধ ও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবো। মামলা সূত্রে জানা যায়, বিস্তারিত
দুই বিশ্ববিদ্যালয়কে জরিমানা
ঢাকা ব্যুরো: এলএলবি প্রোগ্রামে এক সেমিস্টারেই ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন। দুই বিশ্ববিদ্যালয় হলো- ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আদালতের আদেশে বলা হয়, বার কাউন্সিলকে ১০ লাখ টাকা দেওয়া সাপেক্ষে তাদের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে বিধান রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এদিকে, বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কিন্তু ৫০ জনের বেশি শিক্ষার্থী নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর হাইকোর্টে রিট করেন শিক্ষার্থীরা। আদালতে ইউনিভার্সিটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। Tweet
খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি দুপুর ২টায়
ঢাকা ব্যুরো: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সকালে এই সময় নির্ধারণ করেন। আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী) বলেন, অ্যাটর্নি জেনারেল এ মামলায় শুনানি করবেন। তিনি এখন অন্য মামলায় ব্যস্ত আছেন। এজন্য দুপুর একটা পর্যন্ত সময় প্রয়োজন। তখন আদালত বলেন, অ্যাট টু (দুপুর দুইটায়)। এ সময় খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ তাতে সায় দিয়ে বলেন, এটা আদালতের বিষয়। এদিকে খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্টের মাজার গেটের প্রবেশপথে তল্লাশি এবং পরিচয়পত্র চেক করে জনসাধারণকে সুপ্রিমকোর্ট এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে ১৯ ফেব্রুয়ারি বুধবার আবেদনটি উপস্থাপনের পর আদালত ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এই আবেদনটি বিস্তারিত
নাজমুল হুদার স্ত্রীসহ মেয়েদের জামিন বহাল
ঢাকা ব্যুরো: অর্থপাচার করে লন্ডনে দু’টি ফ্ল্যাট কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়েকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদন খারিজ করে ২৩ ফেব্রুয়ারি রোববার এ আদেশ দেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের পক্ষে ছিলেন এএফ হাসান আরিফ। এর আগে গত ১৩ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাদের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। গত ৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে। এক মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা বিস্তারিত
বরগুনা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের স্ত্রী হামিদাকে (৪৫) হত্যার দায়ে স্বামী বাচ্চুকে (৫৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিচারক এএইচএম ইসমাইল হোসেন এ রায় দেন। এ সময় আসামি বাচ্চু আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার নথিতে জানা গেছে, ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে স্ত্রী হামিদকে মাথায় আঘাত করে হত্যার পর বাড়ির পাশের খালের পাড়ে মরদেহটিকে মাটি চাপা দিয়ে রাখেন স্বামী বাচ্চু। পরের দিন হামিদার বাবার বাড়ি গিয়ে জানায়, হামিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চুর কথা ও আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। ১৫ সেপ্টেম্বর গ্রামবাসী বাচ্চুকে আটক করে চাপ দিলে তিনি হত্যার সত্যতা স্বীকার করেন। গ্রামবাসী ওই দিনই বাচ্চুকে পুলিশে সোপর্দ করেন। এরপর হামিদার মা জাহানারা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে, বাচ্চুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে আরও একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত (পিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর এবং বিস্তারিত