করোনারভাইরাস, বাংলাদেশ-আফগান ম্যাচও স্থগিত
স্পোর্টস রিপোর্ট: করোনাভাইরাসের কারণে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। এরই পথ ধরে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচও স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় লেগে আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানের। এর আগে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে আফগানদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি মতৈক্যে পৌঁছেছে। এমন ঘোষণা পরই বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে। ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আনুষ্ঠানিকভাবে জানান, বিষয়টি নিয়ে কদিন ধরে অনেক কথাই চলছিল কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিলাম না। ফিফা ও এএফসির নির্দেশনার অপেক্ষায় ছিলাম। সেটা এসেছে। করোনাভাইরাসের কারণে তারা আমাদেরকে মার্চ থেকে জুন পর্যন্ত ম্যাচগুলো স্থগিত করতে বলেছে। আমরাও তাদের সঙ্গে একমত হয়েছি। বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে দ্বিতীয় রাউন্ডে বিস্তারিত
করোনাভাইরাসের কারণে এশিয়ার বিশ্বকাপ বাছাই স্থগিত
স্পোর্টস রিপোর্ট: করোনাভাইরাসে কারণে একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাস বর্তমানে ইরান, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ আকার ধারন করেছে। ক্রীড়া জগতেও এর প্রভাব পড়েছে। সর্বশেষ করোনাভাইরাসে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। মার্চ ও জুনে হতে চলা ম্যাচগুলো স্থগিত করতে সম্মতি প্রকাশ করেছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এক বিবৃতির মাধ্যমে ফিফা ব্যাপারটি জানায়। বিবৃতিতে বলা হয়, আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি মতৈক্যে পৌঁছেছে। এমন ঘোষণা পর ইতোমধ্যে ফিফা বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে। মার্চের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৬ ও ৩১ তারিখে। আর আগামী ৪ ও ৯ জুন দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে হওয়ার কথা ছিল আরও ৩২টি ম্যাচ। তবে ফিফা ও এএফসি জানিয়ে রেখেছে, চাইলে সুরক্ষা নিশ্চিত করে এবং পারস্পারিক সম্মতির ভিত্তিতে সদস্য দেশগুলো ম্যাচ খেলতে পারবে। Tweet
জিম্বাবুয়েকে ২০১ রানের লক্ষ্য দিলো টাইগাররা
স্পোর্টস রিপোর্ট: টেস্ট ও ওয়ানডে সিরিজের দাপটে পারফরম্যান্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখালো টাইগার বাহিনী । দুই নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের দারুণ সূচনার পর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০০ রান। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত সূচনা হয়। উদ্বোধনী জুটি থেকে আসে ৯২ রান। কিন্তু মাধাভেরে বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইলিয়ামসের হস্তগত হন তামিম। মাঠ ছাড়ার আগে ২টি ছক্কা ও ৩টি চারের মাধ্যমে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন এই টাইগার ওপেনার। এদিকে শুরু থেকেই দাপটে ব্যাটিং করছেন ওয়ানডের সর্বোচ্চ রানধারী লিটন দাস। ৩টি ছক্কা ও ৪টি চারের মাধ্যমে হাঁকিয়েছেন অর্ধশতক। সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে ৩৯ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে ছিলো ৫টি চার ও ৩টি ছক্কার মার। এরপর সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের জুটিও সমান বিস্তারিত
উড়ন্ত বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানলো মাধেভেরে
স্পোর্টস রিপোর্ট: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দু’ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে চার-ছক্কা দিয়ে বড় ইনিংসের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ইনিংসের ১১ তম ওভারে এসে মাধেভেরের প্রথম শিকার হন তামিম ইকবাল। ওয়ানডের পর টি টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় টাইগার বাহিনী। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৫। তামিম ৩৩ বলে করেন ৪১ রান ও লিটন দাস ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট করার প্রত্যয় মাহমুদুল্লাহদের। অপরদিয়ে টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করতে মরিয়া সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম, সাইফউদ্দিন। বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর বিস্তারিত
মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: পেশাগত ব্যস্ততায় মোড়ানো সূচির একটু বাইরে এসে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে বসেছিলো টেলিভিশনকর্মীদের এক ভিন্নরকম মিলনমেলা। ৪ বুধবার সকাল থেকে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরেই এই আনন্দমুখর আয়োজনে শামিল হয়েছেন চট্টগ্রামের টেলিভিশন কর্মীরা। টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কর্মরত সাংবাদিকরা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। মেয়র বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝে এভাবেই আনন্দ খুঁজে নিতে হয়। নিয়মিত শরীর ও মনকে উৎফুল্ল রাখতে খেলাধুলার এমন চর্চা চালু রাখা জরুরি’। বিশেষ অতিথির বক্তব্যে জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল আগামীতেও গণমাধ্যমকর্মীদের যেকোনো আয়োজনে সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট বিস্তারিত
সিলেট পৌঁছলো জিম্বাবুয়ে ক্রিকেট দল
স্টাফ রিপোর্টার সিলেট: সিলেটে পৌঁছলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০২) ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ সফররত দলটি। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের মোকাবিলা করবে জিম্বাবুয়ে। সিলেটে বিসিবি’র মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী এভরিনিউজকে বলেন, জিম্বাবুয়ে দল নগরের অভিজাত হোটেল রোজভিউতে অবস্থান করবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় শুক্র-শনিবার সিলেটে অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের সঙ্গে এর আগে একমাত্র টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মেহেদি হাসান বিস্তারিত
পঞ্চম কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে পঞ্চম কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন। রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, টানা পঞ্চমবার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করায় আমি আনন্দিত। এ ধরনের গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএমের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শহিদুর রহমান, প্লান্ট ডিরেক্টর কমোডোর (অব.) শামসুল কবির, মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) জসিম উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেট রিচার্স অ্যান্ড বিস্তারিত
শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট: বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না জেমি ডে’র শিষ্যদের সামনে। ১৯ জানুয়ারি রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন এক বাঁচা-মরার ম্যাচে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন মতিন মিয়া। বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেছেন ইব্রাহিম। এর আগে প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল লঙ্কানরাও। যার কারণে সেমিতে যাওয়ার জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাঁচা-মরার হয়ে পড়ে দু’দলের সামনে। Tweet
নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তান যাবে ক্রিকেট দল
স্পোর্টস রিপোর্ট: সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই বাংলাদেশ পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ২৯ ডিসেম্বর রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ফিউচার ট্যুর অনুসারে দুই টেস্ট ও তিনটি টি-টোয়ন্টে ম্যাচ খেলতে জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে যেতে চাইছেন না টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছি নিরাপত্তাটা আগে। বিসিবির কাছে জানতে চেয়েছি ক্রিকেট দল পাঠাবে কি-না, ইতোমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, অনেক খেলোয়াড় বা অনেক অফিসিয়াল সেখানে যেতে অপরাগতা জানাচ্ছেন, তাদের পরিবার সাহস পাচ্ছে না পাঠাতে। আমরা বলেছি, ক্রিকেট বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তারা পাঠাবে কি পাঠাবে না, তাহলে আমাদের পাকিস্তান সরকার কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটি আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তাদের কাছে জানতে চাইবো এবং সব নিরাপত্তা বিস্তারিত
ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ শাহাদাত!
ঢাকা ব্যুরো: জাতীয় দলের দরজাটা তার জন্য দূরের বাতিঘর হলেও ঘরোয়া ক্রিকেটে শাহাদাত হোসেন খেলছিলেন নিয়মিত। ৩৩ বছর বয়সী এই পেসার এতদিন মাঠের বাইরে অপকর্মে জড়িত থাকলেও এবার সতীর্থকে মাঠে পিটিয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন! বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ব্যাপারটি জানা যায়। চলমান জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সতীর্থকে মারধর করে আলোচনায় আসেন ঢাকা বিভাগের এই পেসার। লর্ডসের অনার্স বোর্ডে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শাহাদাতের নামটা এখনও সকলের চোখে ভাসে। কিন্তু, একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। তার আগ্রাসী মানসিকতা নতুন কিছু নয়। কদিন আগে ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টোপথে গাড়ি চালিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন শাহাদাত। তার আগে গৃহকর্মীর গায়ে হাত তুলে হাজতবাস করেছিলেন শাহাদাত। খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের মধ্যকার জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানিকে (জুনিয়র) মাঠে পেটান শাহাদাত। ম্যাচ চলাকালীন সময়ে এই কাণ্ডে শাহাতাদকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। জানা যায়, শাহাদাত বলের একটি অংশে শাইন দিতে সানিকে নির্দেশ দেন। সানি বিস্তারিত