মহারাষ্ট্রে হাসপাতালে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক রিপোর্টঃ ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে ১০টি নবজাতকের মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। শুক্রবার ৮ জানুয়ারি দিনগত রাত ২টায় মহারাষ্ট্রের ভানদারা ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালের অসুস্থ নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (এসএনসিইউ) অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০টি নবজাতকের মৃত্যু হয়। এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি একটি ‘হৃদয় বিদারক দুর্ঘটনা’। মুম্বাই থেকে ৯শ’ কিলোমিটার দূরে অবস্থিত চারতলা ওই হাসপাতালের এসএনসিইউতে ১৭টি নবজাতক ভর্তি ছিল। আগুন লাগার পর ৭টি শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০টি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কী, সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। Tweet
করোনায় যুক্তরাষ্ট্র ১ দিনে ৩৯২৭ জন মৃত্যু
আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মারা গেলেন তিন হাজার ৯ শ ২৭ জন। বুধবারের এই মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ। জনস হপকিনস ইউনিভার্সিটি এ তথ্য জানায়। বাল্টিমোরভিত্তিক এই ইউনিভার্সিটি জানায়, ৩০ ডিসেম্বর বুধবার রাত সাড়ে আটটার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে তিন হাজার ৯ শ ২৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৮৯ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছে। করোনা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পরে এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৮৯৯ জন আক্রান্ত এবং ৩ লাখ ৪১ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাসগুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি। দেশটিতে গণ-ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, ২৮ লাখ লোককে ইতোমধ্যে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বছরের শেষ নাগাদ ২ কোটি জনগণকে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। Tweet
যুক্তরাষ্ট্র বন্দুক হামলা, ৩ জন নিহত
আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৬ ডিসেম্বর শনিবার একটি বোলিং এলেতে চালানো এই হামলায় আহত হয়েছেন আরো তিনজন। হামলার পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মার্কিন পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইলিনয়েস রাজ্যের রকফোর্ড শহরের পুলিশ প্রধান ড্যান ও’সিয়া বলেন, এই হামলার বিষয়ে তদন্ত চলছে। আমরা একজনকে আটক করেছি। এর আগে গত ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। Tweet
মিশর করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৭
আন্তর্জাতিক রিপোর্টঃ মিশরের করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয় এমন একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো অনেকে। দেশটির স্থানীয় সূত্র ও মিডিয়া জানিয়েছে, ২৬ ডিসেম্বর শনিবার রাজধানী কায়রোয় এল ওবুর শহরের মিসর আল আমাল প্রাইভেট হাসপাতালে সকাল ৯ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র আরো জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে। ইতোমধ্যে রোগীদের উদ্ধার করে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে গত সপ্তাহ থেকে মিশরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার নতুন করে এক হাজার ১৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৩ জনের। এনডিটিভি Tweet
যুক্তরাষ্ট্রে বড়দিনে বিস্ফোরণ
আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের টেনেসী অঙ্গরাজ্যের ন্যাসভিল শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘরবাড়ি। দেশটির কর্মকর্তাদের ধারণা, এটি ‘উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরণ’। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে বড়দিনে এই বিস্ফোরণ হয়। সেসময় ওই এলাকায় কাল ধোঁয়া দেখা গেছে। মেট্রো ন্যাসভিল অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে। ন্যাসভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। বর্তমানে ওই এলাকা তদন্তের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাসভিল আগুন নির্বাপকের মুখপাত্র বলেন, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারো অবস্থা গুরুতর নয়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বাক ম্যাকয় নামে এক ব্যক্তি সিএনএনকে বলেন, বিস্ফোরণটি আমার বাড়ির সামনে হয়েছে। এতে আমার বাড়ির জানালা উড়ে গেছে। এছাড়া তিনি বলেন, বিস্ফোরণে গাছ ভেঙ্গে পড়েছে এবং সবখানে জানালা ভেঙ্গে গেছে। এই ঘটনায় দেশটির বিভিন্ন গোয়ান্দা বিভাগ তদন্তে নেমেছে। সিএনএন, নিউজউইক Tweet
নতুন আরেক ধরণের করোনা ভাইরাসের সন্ধান যুক্তরাজ্যে
আন্তর্জাতিক রিপোর্টঃ দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে যুক্তরাজ্যেও। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ২৩ ডিসেম্বর বুধবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে হ্যানকক বলেন, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত দুজন রোগীর সন্ধান মিলেছে। তারা উভয়ই দক্ষিণ আফ্রিকায় কয়েক সপ্তাহ আগে সফর করেছেন। হ্যানকক আরো বলেন, এটা অনেক সংক্রামক । যুক্তরাজ্যে যে নতুন ধরণের করোনা পাওয়া গেছে এটি তার চেয়েও বেশি সংক্রামক। সংবাদ সম্মেলনে নতুন করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশ জনগণের উদ্দেশ্যে হ্যানকক বলেন, এখনই ছেড়ে দেবেন না। করোনা ভাইরাসের নতুন ধরণ দক্ষিণ আফ্রিকাতে দ্রুত করোনার সংক্রমণ বাড়াচ্ছে। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে যুক্তরাজ্যেও করোনা ভাইরাসের নতুন এক ধরণের সন্ধান পাওয়া যায়। যেটি ইংল্যান্ডের কিছু অংশে দ্রুত করোনা ছড়াচ্ছে বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। বিবিসি,টেলিগ্রাফ। Tweet
ফ্রান্স ৩ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক রিপোর্টঃ সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ফ্রান্সের তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত একজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছেন। স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে। জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে। ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্যরা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। ওই সময় অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্দুকধারীকে আটকের ব্যাপারে অভিযান চলছে। Tweet
যুক্তরাজ্যে আবারো কঠোর লকডাউন
আন্তর্জাতিক রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারো কঠোর লকডাউন শুরু হয়েছে। রোববার ২০ ডিসেম্বর সকাল থেকে এই লকডাউন শুরু হয়েছে। এদিকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বিমানের ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লন্ডন, সাউথইস্ট ইংল্যান্ড এবং ইস্ট ইংল্যান্ডে কঠোরভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে এসব এলাকার কোনো বাসিন্দা সহজে ঘর থেকে বাইরে হতে পারবেন না। লোকজন এক এলাকা থেকে অন্য এলাকায়ও যেতে পারবেন না। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে যেতে পারবেন না। বাসা থেকেই যাবতীয় কাজ করতে হবে। অত্যাবশ্যকীয় ছাড়া সকল দোকানপাটও বন্ধ থাকবে। যুক্তরাজ্যের এসব শহরে দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করা হয়েছে। ১৯ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন হঠাৎ করেই লকডাউন ঘোষণা করেন। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে দেশটিতে লকডাউন জারি করা হয়। এ বছর ঘরের মধ্যেই বড়দিন পালনের আহ্বান জানিয়েছেন বরিস জনসন। যুক্তরাজ্যে গত এক বিস্তারিত
চাঁদের মাটি-পাথর নিয়ে পৃথিবীতে ফিরলো চীনের মহাকাশযান
আন্তর্জাতিক রিপোর্টারঃ চাঁদ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার সীমা নেই। শুরু হয়েছে গবেষণাও। তারই জের ধরে এবার চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীতে ফিরলো চীনের চন্দ্রযান চ্যাং’ই ৫। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সকালে পৃথিবীতে অবতরণ করেছে ক্যাপসুলটি। পৃথিবীতে নামার আগে এটি অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায়। এসময় গতিবেগ কমে যায়। তারপর প্যারাসুটে করে তা নেমে আসে ইনার মঙ্গোলিয়ার সিজিয়াং-এ। সেখান থেকে ৩০০ কোজির ক্যাপসুল উদ্ধার করতে কাজ করেন কর্মীরা। চাঁদে সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জানিয়েছেন, চাঁদ থেকে আনা মাটি ও পাথর একেবারে অমূল্য সম্পদ। এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীনকালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে দুই কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাং’ই ৫। Tweet
বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
আন্তর্জাতিক রিপোর্টঃ আফগানিস্তানে বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মহেবী নিহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলার আহত হয়েছেন আরো দুজন। আফগানিস্তান পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মহেবী তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। তার গাড়িতে শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি আগে থেকে কেউ সংযুক্ত করে দেয়া ছিল। সেটি বিস্ফোরিত হয়েছে। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। Tweet