আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত
আন্তর্জাতিক রিপোর্ট: সিরিয়ার থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আফগানিস্তান থেকে প্রায় ৭ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার প্রায় অর্ধেক। একমাসের মধ্যে এই সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর ঠিক একদিন পরেই এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন। এদিকে সেনা প্রত্যাহারের এমন সিদ্ধান্তের পরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদকে পদত্যাগের কারণ হিসেবে ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল জন অ্যালেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মার্কিন কৌমলে বিঘ্ন ঘটাতে পারে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সেনা রয়েছে। Tweet
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন রিভা গাঙ্গুলি
আন্তর্জাতিক রিপোর্ট: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস। তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে রিভাকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, রিভা শিগগির তার দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৬১ সালে জন্ম নেওয়া রিভা গাঙ্গুলি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনা করেন। প্রথমে তিনি দায়িত্ব পান স্পেনে। পরে রিভা পররাষ্ট্র দফতরে বহিঃপ্রচার বিভাগে দায়িত্ব পালন করেন। এরপর তাকে বাংলাদেশে ভারতের হাইকমিশনে সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে রিভাকে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এরপর রিভা নেদারল্যান্ডে ভারতের দূতাবাসে উপ-প্রধান পদে দায়িত্ব পান। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রিভা চীনের সাংহাইতে ভারতের কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। চীন বিস্তারিত
মিয়ানমার সেনাবাহিনীর শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট…
আন্তর্জাতিক রিপোর্ট: সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ঘৃণ্য বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত কয়েকশ পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে ১৯ ডিসেম্বর বুধবার জানানো হয়, মিয়ানমারে ৪২৫টি পেইজ, ১৭টি গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট এবং ১৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো ছিল দৃশ্যত খবর, বিনোদন, রূপচর্চা ও লাইফস্টাইলভিত্তিক। তবে বাস্তবে এসব পেজের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছর এসব পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট ব্যবহার করে বিদ্বেষমূলক পোষ্ট দিয়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম অত্যাচারে ৭ লাখের বেশি রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে। ছবি: সংতগৃহীত। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মিয়ানমারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। দেশটিতে ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে উসকানি মূলক পোস্ট দিয়ে বিগত কয়েক বছর ধরে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। এর জেরে গত বছর রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন নেমে আসে। এছাড়া সেসময় দেশটির সেনা বিস্তারিত
সিরিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক রিপোর্ট: সিরিয়া থেকে পুরো সৈন্য বাহিনী সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। একজন কর্মকর্তা, সিএনএনকে বলেন, প্রত্যাহারের পরিকল্পনাটি হবে ‘সম্পূর্ণ’ এবং ‘দ্রুত’। মঙ্গলবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠি পরাজিত হয়েছে। এবং সিরিয়ায় সেনা পাঠানোর পেছনে এটিই ছিলো আমার একমাত্র উদ্দেশ্য।’ সিরিয়া মোতায়েনকৃত প্রায় ২ হাজার মার্কিন সৈন্য সেখান থেকে আইএস উৎখাতে সাহায্য করেছিলো। তবে এখনও ছোট ছোট এলাকায় আইএস এর উপস্থিতি রয়ে গেছে। এর আগে মনে করা হয়েছিলো, আইএসের পুনরায় উত্থান ঠেকাতে অনেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও কিছুদিন সিরিয়ায় সৈন্য রাখতে চেয়েছিলেন। নতুন এ সিদ্ধান্তে তা নাকচ হয়ে গেলো। ২০১১ সালে আরব বসন্ত শুরুর পর সিরিয়ার ক্ষমতাসীন শিয়া আসাদ সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৪ সালে বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় আন্তর্জাতিক সৈন্য জোট গড়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের বছর আসাদ সরকারের সমর্থনে বিমান হামলা চালিয়ে যুদ্ধ অংশ নেয় রাশিয়া। প্রায় ৮ বছরের বিস্তারিত
চীনে ভূমিধসে নিহত ৪
আন্তর্জাতিক রিপোর্ট: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে রবিবার বিকেলে ভূমিধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। খবর সিনহুয়ার। দেশটির স্থানীয় সরকার জানায়, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে লুজহোউ নগরীর ঝুং কাউন্টির ফেনশুই শহরে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে সেখানে ১১ জন আটকা পড়ে। ১০ ডিসেম্বর সোমবার বেলা ১টার দিকে ধ্বংস্তুপের ভিতর থেকে ১১ জনের সকলকে উদ্ধার করা হয়। এদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই চারজনের একজন ঘটনাস্থলে ও অপর তিনজন হাসপাতালে মারা যায়। আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভূমিধসে আটকা পড়া লোকদের উদ্ধারে শতাধিক লোক অংশ নেয়। Tweet
ইন্দোনেশিয়ায় বন্দুকধারীর হামলায় ২৪ শ্রমিক নিহত
আন্তর্জাতিক রিপোর্ট: ইন্দোনেশিয়ায় বন্দুকধারীর হামলায় ২৪ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় এ ঘটনা ঘটে। রোববার পাপুয়ার পাহাড়ি অঞ্চল দুগায় সড়ক ও সেতু নির্মাণকাজে নিয়োজিত এসব শ্রমিকদের হত্যা করা হয়। পরের দিন সোমবার (৩ ডিসেম্বর) পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এক যৌথদল বিষয়টি তদন্ত করতে গেলে বন্দুকধারীদের হামলায় নিহত হন এক সেনাসদস্য। এ হামলার জন্য অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী এক সশস্ত্র সংগঠনকে দায়ী করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি স্থানীয় গণমাধ্যমকে বলেন, গত ১ ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করছিল ওই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনটি। এসময় পার্শ্ববর্তী স্থানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক তাদের ছবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেখানকার ২৪ জন শ্রমিককে হত্যা করে সংগঠনটি। আর সোমবার এ বিষয়ে তদন্তে গেলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় ওই সংগঠনটি। এতে এক সেনাসদস্য নিহত হন। এসময় আহত হন অপর এক নিরাপত্তা সদস্য। প্রসঙ্গত, ১৯৬১ সালে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে পাপুয়া। তবে ১৯৬৯ সালে ইন্দোনেশিয়ার সঙ্গে একীভূত বিস্তারিত
জর্জ বুশ সিনিয়র মারা গেছেন
আন্তর্জাতিক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট (এইচ ডব্লিউ) ওয়াকার বুশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় শনিবার ১ ডিসেম্বর সকালে) সিনিয়র বুশ নামে পরিচিত এ রাজনীতিকের জীবনাবসান ঘটে। তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার টেক্সাসের হাউস্টন শহরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাদের বাবা। সিনিয়র বুশ নামে পরিচিত রিপাবলিকান এ রাজনীতিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। স্ত্রী বারবারার (৯২) মৃত্যুর পর গত এপ্রিলে সংক্রমণজনিত কারণে সিনিয়র বুশকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। Tweet
ইন্দোনেশিয়ায় কারাগার ভেঙে পালালো ৮৭ বন্দি
আন্তর্জাতিক রিপোর্ট: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে ৮৭ বন্দি। তাদের ধরতে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছে সেনাবাহিনীও। বৃহস্পতিবার প্রদেশের রাজধানী বান্দা আচেহ’র ল্যাম্বারো কারাগার ভেঙে পালিয়ে যায় ওই বন্দিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (৩০ নভেম্বর) এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই কারাগারের পরিচালক পাগু বুদি উটামি বলেন, বন্দিরা নিরাপত্তারক্ষীদের ওপর বোতল ও মরিচের গুড়ো নিক্ষেপ করে এবং তারপর বারবেল দিয়ে জানালা ভেঙে ফেলে। দাঙ্গা বাঁধিয়ে পালিয়ে যায় ১১৩ জন। পরে ২৬ জনকে আবার আটক করা হয়। পলাতক বাকি ৮৭ জনকে ধরতে পুলিশ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নেমেছে। দাঙ্গার সময় ল্যাম্বারো কারাগারে বন্দি ছিল ৭২৬ জন। এর আগে গত জানুয়ারিতেই আরেকটি কারাগারে দাঙ্গা বাঁধিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বন্দিরা। Tweet