জর্জ বুশ সিনিয়র মারা গেছেন
আন্তর্জাতিক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট (এইচ ডব্লিউ) ওয়াকার বুশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় শনিবার ১ ডিসেম্বর সকালে) সিনিয়র বুশ নামে পরিচিত এ রাজনীতিকের জীবনাবসান ঘটে। তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার টেক্সাসের হাউস্টন শহরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাদের বাবা। সিনিয়র বুশ নামে পরিচিত রিপাবলিকান এ রাজনীতিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। স্ত্রী বারবারার (৯২) মৃত্যুর পর গত এপ্রিলে সংক্রমণজনিত কারণে সিনিয়র বুশকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। Tweet
ইন্দোনেশিয়ায় কারাগার ভেঙে পালালো ৮৭ বন্দি
আন্তর্জাতিক রিপোর্ট: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে ৮৭ বন্দি। তাদের ধরতে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছে সেনাবাহিনীও। বৃহস্পতিবার প্রদেশের রাজধানী বান্দা আচেহ’র ল্যাম্বারো কারাগার ভেঙে পালিয়ে যায় ওই বন্দিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (৩০ নভেম্বর) এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই কারাগারের পরিচালক পাগু বুদি উটামি বলেন, বন্দিরা নিরাপত্তারক্ষীদের ওপর বোতল ও মরিচের গুড়ো নিক্ষেপ করে এবং তারপর বারবেল দিয়ে জানালা ভেঙে ফেলে। দাঙ্গা বাঁধিয়ে পালিয়ে যায় ১১৩ জন। পরে ২৬ জনকে আবার আটক করা হয়। পলাতক বাকি ৮৭ জনকে ধরতে পুলিশ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নেমেছে। দাঙ্গার সময় ল্যাম্বারো কারাগারে বন্দি ছিল ৭২৬ জন। এর আগে গত জানুয়ারিতেই আরেকটি কারাগারে দাঙ্গা বাঁধিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বন্দিরা। Tweet