চাঁপাইনবাবগঞ্জ সুদের টাকা লেনদেনের জেরে পুড়িয়ে হত্যা,…
স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা এলাকার ঢাবা মাঠে স্বপ্না আক্তার জেসমিন হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুদের টাকা লেনদেনের জেরে এ হত্যাকাণ্ড বলে ৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। গ্রেপ্তার চারজন হলেন- শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম ও লেতুন জেরা। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয় জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে জেসমিনকে হত্যা করা হয়। হত্যার পর তাকে যেন কেউ চিনতে না পারেন, সেজন্য তাকে পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় অবস্থায় জেসমিনের মরদেহ উদ্ধার করে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। এর আগে নিহত জেসমিনের আপন বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গত ৮ জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যাকাণ্ডের মূলহোতা শরিফুলসহ এ ঘটনার সঙ্গে জড়িত ওই চারজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের ব্যবহৃত হাঁসুয়াসহ অন্যান্য আলামতও জব্দ বিস্তারিত
কসবা ভোট দিতে এসে ১ ব্যক্তি মৃত্যু
স্টাফ রিপোর্টার কসবা: ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৭ জানুয়ারি, রবিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম রুহন মিয়া (৫৩)। তিনি কসবা পৌর শহরের শাহপুর এলাকার আলমাছ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা দুইটার দিকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন রুহন মিয়া। হঠাৎ তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তার লাশ বাড়িতে নিয়ে যান। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জামাল চৌধুরী বলেন, অচেতন অবস্থায় রুহনকে হাসপাতালে আনা হয়। পরে ইসিজি ও অন্যান্য পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ বিস্তারিত
সরাইল পথচারী নিহত
স্টাফ রিপোর্টার সরাইল: ২ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসু মিয়া ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সামসু মিয়া সড়কের এক পাশ থেকে অন্য পাশে পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনা আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। Tweet
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১ জানুয়ারী সোমবার ২০২৪শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন ,ব্রাহ্মণবাড়িয়ায় মান সম্মত উন্নত শিক্ষা চাই । আজকের শিক্ষার্থীদেরকে আগামিদিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৈরী করতে হবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজী সহিদুল ইসলাম, মোঃ সাহিদুল ইসলাম,ইকবাল হোসেন খন্দকার ,আবু তাহের মিয়া। বই উৎসবে জেলার ৯ টি উপজেলায় ২হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৬২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টি বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগন বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়া খবর
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইমরানা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন তার স্বামী-শ্বাশড়ির লোক। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূ মারা যায়। পরে মৃত্যুর কথা শুনে স্বামী-শ্বাশড়িসহ ননদ-ননদী পালিয়ে যায়। ইমরানা বেগম উপজেলার অরুয়াইল ইউনিয়ন রানীদিয়া গ্রামের হাজী আব্দুল কাহারের মেয়ে ও একই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী৷ হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ বছর আগে ইমরানাকে একই গ্রামের খলিলুর রহমানের কাছে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এভাবেই দীর্ঘ ১০ বছর সংসার চলে। বুধবার বিকালে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটিতে শ্বাশুড়ি, ননদ-ননদী গৃহবধূকে মারধর করে। পরে তাদের সাথে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানা মারা যায়। পরে লাশ হাসপাতালের ট্রলিতে রেখে শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়। বিস্তারিত
সোনাইমুড়ী বাবা-ছেলের মৃত্যু
স্টাফ রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ছেলে সহ বাবার মৃত্যু হয়েছে। এতে আরও ৪জন আহত হয়। নিহতরা হলেন, লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল টু সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালী গামী বেপরোয়া গতির জননী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করে। সোনাইমুড়ী বিস্তারিত
যাত্রাবাড়ীতে যুবতীর আত্মহত্যা
ঢাকা অফিস: রাজধানীর যাত্রাবাড়ি বিবিরবাগিচা এলাকার একটি বাসায় শারমিন আক্তার (২০) নামে এক তরুণী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা দাবি করেন। ২৬ডিসেম্বর মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উত্তর যাত্রাবাড়ি বিবিরবাগিচা চার নম্বর গেটে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় ওই তরুণীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সারে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত শারমিনের বাবা জলিলুর রহমান জানান, তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ি বিবিরবাগিচা চার নম্বর গেটে পাঁচতলা বাসার তিনতলায় ভাড়া থাকে। তিন বোন এক ভাইয়ের মধ্যে শারমিন ছিল তৃতীয়। তিনি আরো জানান, গত এক মাস আগে একই এলাকার বেল্লাল হোসেন এর সঙ্গে কাবিন হয়। তবে কয়েকদিন ধরে বেল্লালের সঙ্গে বনিবনা হচ্ছিল না। আজকে সন্ধ্যায় মোবাইল ফোনে স্বামী বেল্লালের সাথে ঝগড়া হয় শারমিনের। এক পর্যায়ে শারমিন ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ পাওয়া যায়না। পরে দরজা ভেঙ্গে দেখা যায় শারমিন ফ্যানের সঙ্গে গলায় উড়না দিয়ে পেচিয়ে ঝুলে বিস্তারিত
ফেনী ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার ফেনী: ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর গ্রামের আজিম পাটোয়ারী বাড়ির কুয়েত প্রবাসী আবু বক্কর সিদ্দিক ইয়ামিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস স্বর্ণার (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে স্বর্ণার ঘর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে শাশুড়ী হোসনে আরা বেগম স্থানীয় মেম্বারের মাধ্যমে পুলিশ ও স্বর্ণার পরিবারকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে খাটের উপর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় স্বর্ণার পা খাটের সাথে লাগানো ছিল এবং স্বর্ণার দুই বছর বয়সী কন্যা রুপা মায়ের পা ধরে চিৎকার করে কাঁদছিল ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ রাতে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। Tweet
আশুগঞ্জ খবর
আশুগঞ্জ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন স্টাফ রিপোর্টার আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিননাথ দাস (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোর ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুর কান্দাপাড়া এলাকায় কয়েকজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত তিননাথ দাস আশুগঞ্জ উপজেলার লালপুর কান্দাপাড়া গ্রামের পিছন দাসের ছেলে। তিনি লালপুর বাজারের একজন মাছ ব্যবসায়ী। নিহতের পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মত মঙ্গলবার ভোরে তিননাথ দাস বাড়ি থেকে লালপুর বাজারে মৎস্য আড়তে যাওয়ার সময় কান্দাপাড়া সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় একদল ছিনতাইকারী তার উপর আক্রমণ করে। এসময় ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তার নিকট থাকা প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিস্তারিত
শত কোটি টাকার বেশি সম্পদের মালিক ১৮…
ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এক হাজার ৮৯৬ প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থীর প্রত্যেকের ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নবম, দশম, একাদশ ও দ্বাদশ নিবাচনে নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরা হয়। ফলাফল প্রকাশ করেন টিআইবির গবেষণা দলের প্রধান তৌহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন আরও দুই সদস্য রিফাত রহমান ও রফিকুল ইসলাম। তৌহিদুল ইসলাম বলেন, দ্বাদশ নির্বাচনে এক হাজার ৮৯৬ জন অংশগ্রহণ করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৮ শতাংশ। আর দলীয় প্রার্থী ৮২ শতাংশ। নির্বাচনে অংশগ্রহণকারী ১৮ জন প্রার্থীর ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদমূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীদের বণ্টনের গবেষণার ফলাফলে তিনি বলেন, এক কোটি টাকার নিচে সম্পদ রয়েছে মোট ৭২ দশমিক ০৯ শতাংশ প্রার্থীর, এক কোটি থেকে বিস্তারিত