মঙ্গলবার সকাল ৬:১৮, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » সমগ্র-বাংলাদেশ.

নবীনগর পতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শফিনুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাতে শিব ইউনিয়নের বাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিনুর বাগাউড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বড় ভাই রুবেল ও আব্দুর রহমান বন্ধু ছিলেন। গত শুক্রবার তাদের দুজনের মধ্যে কথা কাটির একপর্যায়ে মারামারি হয়। এরই জেরে রুবেলের ভাই শফিনুর রহমান জিজ্ঞাসার জন্য মঙ্গলবার রাতে ফয়জুর রহমানের বাড়িতে যায়। পরে ক্ষিপ্ত হয়ে ফয়জুর রহমান ও তার ভাই আব্দুর রহমান মিলে শফিনুরের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাত করলে শফিনুর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রক্রিয়া চলছে। Tweet

আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: গ্যাস সংকটসহ নানা কারণে দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার  দিনগত রাত থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। তবে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হয়েছে। কারখানা সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের পহেলা মার্চ থেকে সংস্কার কাজ করতে ৮০ দিনের জন্য আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ করা হয়। সংস্কার কাজ শেষ করে ২০ মে কারখানাটিতে উৎপাদন শুরু করার কথা থাকলেও গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানাটি উৎপাদনে ফিরতে পারছিল না। অন্যদিকে কারখানাটি দ্রুত চালু করার দাবিতে আন্দোলনে নামে শ্রমিক-কর্মচারীরা। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, গ্যাস সরবরাহ পাওয়ায় ও নানা যন্ত্রাংশের কাজ শেষ করে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এতে শ্রমিক কর্মচারীরা খুবই খুশি। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস বলেন, সব জটিলতা শেষ করে প্রায় ১০ মাস পর শুক্রবার রাত ৮টার দিকে কারখানাটি উৎপাদনে বিস্তারিত

সুবর্ণচর নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ ডিসেম্বরশনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে। তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে- ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। Tweet

নবীনগর ডোবায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগর উপজেলার একটি ডোবা থেকে অজ্ঞাত (আনুমানিক ৪০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পৌরশহরের মাঝিকাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, মাঝিকাড়া গ্রামের একটি ডোবায় এক নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহটি কয়েকদিন পানিতে থাকার কারণে সারা শরীরে পচন ধরেছে। মরদেহ সনাক্তের জন্য চেষ্টা চলছে। Tweet

আখাউড়া স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার আখাউড়ায়: জেলার আখাউড়ায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সজিব মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১১ ডিসেম্বর বেলা ১১টার দিকে পৌর শহরের মসজিদ পাড়ার ইউছুব আলীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তিনি জেলার নবীনগর উপজেলার বাসিন্দা। নিহতের পরিবার জানায়, গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙ্গে পরিবারের সদস্যরা দেখেন ঘরের তীরের সঙ্গে উড়না দিয়ে ফাঁসি দিয়েছেন তিনি। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। Tweet

রূপগঞ্জ ২ প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন কমপক্ষে ৪ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, সকালে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সেখানে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের হাসপাতালে আনেন পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে বিস্তারিত

আখাউড়া যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সজিব মিয়া (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১১ ডিসেম্বর, সোমবার বেলা ১০টার দিকে আখাউড়া পৌরসভার ইউসুফ মিয়ার কলোনিতে এই ঘটনা ঘটে। সজিব নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মহল্লা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দেড় বছর আগে সজিব মিয়া সিলেট জেলার চাঁদপুর গ্রামের আলী হোসেনের মেয়ে আঁখি আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর তারা আখাউড়া পৌরসভার ইউসুফ মিয়ার কলোনিতে ভাড়া থাকেন। সজিব যেকোনো বিষয় নিয়ে আঁখিকে সন্দেহ করতো। এসব থেকে তাদের সাংসারিক জীবনে অশান্তি নেমে আসে। সকালে ১১ ডিসেম্বর আঁখির সঙ্গে অভিমান করে শোবার ঘরে তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সজিব আত্মহত্যা করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন। ১০ ডিসেম্বর, রবিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। Tweet

৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: বিনাযুদ্ধেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সদস্যরা ৮ ডিসেম্বর শহরে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত ঘোষণা করে। ১৯৭১ সালের এই দিনে বিনাযুদ্ধে হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। ৮ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি শহরের প্রধান প্রদিক্ষণ করে কাউতলী এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাকে হানাদারমুক্ত করার পর মুক্তিযোদ্ধাদের একটি অংশ দক্ষিণ দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে অগ্রসর হতে থাকে। একই সঙ্গে মিত্রবাহিনীর ৫৭তম মাউন্টের ডিভিশন আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেললাইন ও উজানিসার সড়ক দিয়ে শহরের দিকে অগ্রসর হতে থাকে। শহরের চারপাশে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর শক্ত অবস্থানে থাকায় হানাদার বাহিনী পিছু হটতে থাকে। তবে পালিয়ে যাওয়ার সময় ৬ ডিসেম্বর রাজাকারদের সহায়তায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পা হানাদার বাহিনী। তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপক কেএম লুৎফুর রহমানসহ কারাগারে আটকে রাখা অর্ধশত বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে পৌর শহরের কুরুলিয়া খালের পাড়ে বিস্তারিত

সরাইল গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর সঙ্গে অভিমান করে রত্না বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৬ ডিসেম্বর, বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রত্না বেগম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের দক্ষিণ পাড়ার মরম আলীর মেয়ে ও বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের রমজান মিয়ার স্ত্রী। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ মাস আগে রত্না বেগমকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের রমজান মিয়ার কাছে পারিবারিক ভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে রত্নাকে যৌতুকের টাকার জন্য একাধিকবার স্বামীর মার খেতে হয়েছে। দুদিন আগে ৪০ হাজার টাকার জন্য রত্নাকে ফোনে গালাগালি করে রমজান মিয়া৷ পরে রমজানের সঙ্গে অভিমান করে রত্না শোবার ঘরের সিলিংয়ে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত বিস্তারিত