মঙ্গলবার ভোর ৫:৪৫, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » সমগ্র-বাংলাদেশ.

মিরসরাই ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার মিরসরাই: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। ২৮ ডিসেম্বর শুক্রবার সকালে মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- বড় তাকিয়া রেলগেট এলাকার সালেহ আহম্মদের ছেলে সুলতান (২৮) ও তার মেয়ে ইসরাত মুনতাহা (১)। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন সুলতানের স্ত্রী রোজিনা আক্তার ও রিকশাচালক বড় তাকিয়া এলাকার নিচিন্তগ্রামের নেজাম উদ্দিন। রোজিনাকে গুরুতর আহত অবস্থায় মোস্তার নগর হাপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন এভরিনিউজকে তথ্য নিশ্চিত করে জানান, ব্যাটারিচালিত রিকশাটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছিল, অপরদিক থেকে ট্রাকটি এসে ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। Tweet

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে তিল ধারণের ঠাঁই নেই

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: দিনদিন গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দীর সংখ্যা বাড়ছে। তাই এখন তিল ধারণের ঠাঁই নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, কারগারটিতে ৫০৪ জন বন্দীর ধারণক্ষমতা সম্মন্ন কারাগার ব্রাহ্মণবাড়িয়া কারাগার। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বন্দীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫৯৩জনে। কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩০ থেকে ৪০ জন বন্দী আসছে। জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হযেছে বলেও কর্তৃপক্ষ জানায়। জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায বি এনপির ৪৬ জন ও জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে। Tweet

ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালিয়ে বোমাসহ আটক ১২

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমাসহ ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের পুনিয়াউট এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুল হক ও জেলা ছাত্রদলের সহসভাপতি অথৈ মোল্লা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াইল হক এভরিনিউজকে বলেন, নাশকতার পরিকল্পনা হচ্ছে সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশসহ যৌথবাহিনী শ্যামলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শ্যামল বাড়িতেই ছিলেন। এ অভিযানে চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমাসহ ১২ জনকে আটক করা হয়েছে।   Tweet

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা ব্যুরো: ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-পল্টন মোড়ে বাসচাপায় সৈয়দ আবু মোহাম্মদ হাসান (৭০), মিরপুর কালশিতে মাইক্রোবাসের ধাক্কায় রিপন শেখ (৩৮) নামে এক পোশাক শ্রমিক ও মিরপুর চিড়িয়াখানা রোডে ট্রাকচাপায় শাহিন (২২) নামে এক আনসার সদস্য। ২৬ ডিসেম্বর বুধবার বিকেল ৫টার দিকে পল্টন মোড়ে বাসচাপায় গুরুতর আহত হয় আবু মোহাম্মদ হাসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জামির হোসেন এভরিনিউজকে জানান, পল্টন মোড়ে রাস্তা পারাপারের সময় মালঞ্চ পরিবহনের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আবু মোহাম্মদ হাসানের গ্রামের বাড়ি ফরিদপুর নগরকান্দা উপজেলার শান্তপালদিয়া গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে পরিবার নিয়ে থাকতেন। এদিকে সকাল ৭টায় মিরপুর ১১ কালশি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় আহত হয় পোশাক শ্রমিক রিপন। পরে তাকে উদ্ধার করে ঢামেক বিস্তারিত

নান্দাইল ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- শরীফ (২৭), তপন (১৪)। ২৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আটকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া এভরিনিউজকে জানান, নান্দাইল থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। Tweet

জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন, শিরীন শারমিন…

ঢাকা ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়ে তা পূরণ করেন। তাই মানুষের জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন। ২৫ ডিসেম্বর মঙ্গলবার রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী পথসভায় একথা বলেন। এসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ড. শিরীন শারমিন বলেন, নৌকার পক্ষে জোয়ার উঠেছে সমগ্র পীরগঞ্জে। এসময় তিনি ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের পতাকা তলে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এক সময়ের অবহেলিত এই উপজেলাতে উন্নয়নমূলক প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শিক্ষা, অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নসহ রাস্তাঘাট, ব্রিজ, কালঘার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানো হয়েছে। তিনি বলেন, আবার সরকার গঠন করতে পারলে বয়স্কভাতাসহ অন্য ভাতা বৃদ্ধি করা হবে। এসময় তিনি বলেন, নারী উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়যুক্ত করতে হবে।     Tweet

সাংবাদিক আবেদুল হক আর নেই

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বহুল প্রচারিত দৈনিক আজকের হালচাল পত্রিকার সম্পাদক আবেদুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিনগত রাত তিনটার দিকে জেলা শহরের মৌলভীপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর শহরের পৌর মুক্তমঞ্চে মরহুমের নামাজে জানাজা শেয়ে স্থানীয় শেরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। Tweet

দেশের শান্তি কামনায় বড়দিনে গির্জায় প্রার্থনা

ঢাকা ব্যুরো: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধমর্যাজক ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও। ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জায় প্রার্থনা শেষে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও বলেন, আজ বিশেষ দিন। নানা আয়োজনের মধ্যেদিনে বিশ্বের বিভিন্ন দেশ দিনটি উদযাপন করছে। একইসঙ্গে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছে। এ উৎসব শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নয়, সবার। তিনি বলেন, এই দিন ‍যিশু সমাজের সবাইকে শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছিলেন। ঠিক এর কয়েকদিন পরই বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে যেন শান্তি বজায় থাকে সেই প্রার্থনা করছি। মহান সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে ন্যায়ের পথের আহ্বানের বাণীতে শুরু হয় এসব প্রার্থনা। ভোর থেকেই প্রার্থনায় যোগ দিতে বিভিন্ন গির্জায় মানুষের ঢল নামে। এর আগে সকাল সাড়ে ৬টায় রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলে প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন ফাদার অ্যান্টুনি রিপন বিস্তারিত

রমনা থানায় নতুন ওসি

ঢাকা ব্যুরো: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন জানে আলম মুনশী। তিনি এর আগে কোতয়ালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ২৪ ডিসেম্বর সোমবার ডিএমপি সদর দফতরের এক অফিস আদেশে নতুন এই ওসিকে দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মওদুল হাওলাদারকে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. নিরু মিয়াকে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া অপর এক আদেশে রমনা মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলামকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে মির্জা আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় গত ১৯ ডিসেম্বর রমনার ওসি কাজী মাইনুল ইসলামকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।     Tweet

ব্রাহ্মণবাড়িয়া ইত্তেফাকের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম সফিকুল্লাহ ও নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজির আহমদ। প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু। Tweet