মঙ্গলবার ভোর ৫:৪১, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » সমগ্র-বাংলাদেশ.

গাংনী গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের একটি পুকুরের পাশের জঙ্গল থেকে মরিয়ম খাতুন (৩২) নামে এক গৃবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ ডিসেম্বর সোমবার বেলা ১১টার সময় পিরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। মরিয়ম খাতুন কাজীপুর গ্রামের সর্দারপাড়া এলাকার সবুজ মিয়ার স্ত্রী। নিহতের বড় মেয়ে জানান, মোবাইল ফোনে কল পেয়ে তার মা রাতে বাড়ির বাইরে যান। এরপর আর ফিরে আসেননি। পিরতলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার এভরিনিউজকে জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। Tweet

মাদারীপুর বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার মাদারীপুর: মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান মোল্যা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান ওই এলাকার নিজাম মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুত না থাকা অবস্থায় নিজের বাড়িতে পানির মোটরে কাজ করতে গেলে হঠাৎ বিদ্যুত চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। মস্তফাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ এভরিনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Tweet

ব্রাহ্মণবাড়িয়া ৪৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই ১) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার জেলা ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক শামীম আহমেদসহ বিএনিপর ২৫ জন ও এক জামায়াত-কর্মী রয়েছেন। Tweet

নির্বাচনে ১১১৫ প্লাটুন বিজিবি

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রস্তুত বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। ২৩ ডিসেম্বর রোববার পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিজিবি। সারাদেশে মোট ১১শ’ ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে মোতায়েন করা হয়েছে ১৪৫ প্লাটুন বিজিবি। ১৮ ডিসেম্বর থেকে মাঠে রয়েছে বিজিবি, তবে কাজ শুরু করেছি ২০ ডিসেম্বর থেকে।’ তিনি জানান, প্রতি আসনে বিজিবির একটি করে ক্যাম্প করা হয়েছে। প্রত্যেক উপজেলায় ৪-৬ প্লাটুন ও শহর এলাকার প্রতি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের পরিবেশ বজায় রাখার লক্ষে কাজ করছে বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে এখনও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই একটি জায়গায় সামান্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল। সেগুলো বিস্তারিত

ধনবাড়ী সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আফছার আলী নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। ২৩ ডিসেম্বর রোববার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হাজরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী ধনবাড়ী উপজেলার জামতলী পোড়াবাড়ী গ্রামের আ. হামিদের ছেলে। ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা এভরনিউজকে জানান, সকাল ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হাজরাবাড়ী এলাকায় আনছারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ঝ-১১-০২০১) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আফছার আলী নামে একজন যাত্রী নিহত হন। আহত হন ২৫ যাত্রী। আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও ধনবাড়ী থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। Tweet

ঝিনাইদহ গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলা থেকে পারভীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ২৩ ডিসেম্বর রবোবার সকাল ১১টার দিকে উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারভীনা মুনুড়িয়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী। ঘোড়শাল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এভরিনিউজকে বলেন, শনিবার রাতে মুনুড়িয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে পারভীনা নিখোঁজ হন। রাতে অনেক খোজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে উপজেলার মুনুড়িয়া গ্রামের মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ এভরিনিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। Tweet

পার্বতীপুর ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে সাদেকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে বকুল (১৮)। শনিবার দিনগত রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার সাত নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মহবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক বকুলকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। সাদেকুল ইসলাম মহবপুর গ্রামের মৃত তোছার উদ্দিনের ছেলে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এভরিনিউজকে জানান, রাত ১০টার দিকে সাদেকুলের সঙ্গে স্ত্রী গবি বেগম (৩০) ও ছেলে বকুলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। বকুল একপর্যায়ে তার বাবা সাদেকুলকে কুড়াল দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই বকুলকে আটক করে। তবে গবি বেগম ঘটনার পর থেকে পলাতক।     Tweet

ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল গফুর শাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল গফুর শাহ পোরশা সদরের বাসিন্দা। তিনি গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২৩ ডিসেম্বর রোববার সকালে পোরশা-সাপাহার সড়কের গাঙ্গুরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এভরিনিউজকে জানান, আব্দুল গফুর সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় পোরশা-সাপাহার সড়কে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।     Tweet

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক আবু শামীম মোহাম্মদ আরিফ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেফতার করা হয়। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এভরিনিউজকে জানান, ‘নির্বাচনী প্রচারণার শেষে সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সকালে জেলা শহরের মৌলভীপাড়া থেকে আরিফকেও গ্রেফতার করা হয়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক এভরিনিউজকে বলেন, সিরাজ ও আরিফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদের বিরুদ্ধে মামলা রয়েছে। Tweet

জামালপুরে গলা কেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে হত্যা

স্টাফ রিপোর্টার জামালপুর: জামালপুরের মেলান্দহে শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জুয়েলকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২২ ডিসেম্বর শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার মধ্যেরচরে ঝিনাই নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুয়েল জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে। পুলিশ জানায়, সকালে মেলান্দহ উপজেলার মধ্যেরচরে ঝিনাই নদীর পাড়ে এক ব্যক্তির গলা কাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা হাসপাতালের মর্গে থাকা মরদেহটি জুয়েলের বলে শনাক্ত করেন। নিহত পরিবারের দাবি, শুক্রবার রাত থেকে জুয়েল নিখোঁজ ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে হত্যার পর মরদেহ ঝিনাই নদীর পাড়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ এভরিনিউজকে জানান, নিহত জুয়েল জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। এসময় তিনি খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। Tweet