সোমবার রাত ১১:৩৭, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » সমগ্র-বাংলাদেশ.

গাংনী লেদ মিস্ত্রির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার মেহেরপুর: পারিবারিক কলহের জেরে মেহেরপুরের গাংনী উপজেলায় নুরুল ইসলাম (২০) নামে এক লেদ মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল ওই গ্রামের বালিরমাঠপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি সাহারবাটি বাজারের একটি লেদ কারখানার মিস্ত্রি। সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক এভরিনিউজকে জানান, শুক্রবার রাতে নুরুলকে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তার মৃত্যু হয়। নরুল তার স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে বলেও জানান তিনি।     Tweet

ডিমলায় জাতীয় পার্টির ভুয়া প্রার্থী গ্রেফতার

স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় মনোনয়ন দাখিল না করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ও নিজের ছবি দিয়ে প্রচারণা চালানোর অভিযোগে পিয়ারুল ইসলাম বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। পিয়ারুল ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জাতীয় পাটির এরশাদ মনোনীত প্রার্থী দাবি করে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছিলেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। মনোনয়ন দাখিল না করে ও ভুয়া প্রার্থী সেজে এলাকাবাসী ও জাতীয় পার্টির সঙ্গে প্রতারণা করার অভিযোগে পিয়ারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টির ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু নীলফামারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে লিখিতভাবে অভিযোগ করলে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে পিয়ারুলকে গ্রেফতার করা হয়। এ বিস্তারিত

লৌহজং সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুলের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার প্রতাপ গ্রামে। তিনি লৌহজং উপজেলার শফিক পোস্ট মাস্টারের আলু চাষের কাজে এখানে এসেছিলেন বলে জানা গেছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির এভরিনিউজকে জানান, ওই মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে মাহিন্দ্রা গাড়ির নিজে চাপা পড়ে বাবুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।       Tweet

ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন। ২১ ডিসেম্বর শুক্রবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার এভরিনিউজকে জানান, ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু এবং চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।     Tweet

গোপালগঞ্জ বাস-থ্রি হুইলার সংঘর্ষে ১১ জন নিহত

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ও থ্রি-হুইলারের সংঘর্ষে নারী-শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা গ্রামের আক্কাস মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫), একই উপজেলার শুকতাইলের বটতলা গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২২), চন্দ্রদিঘলিয়া গ্রামের সলেমান সিকদারের ছেলে জগলুল সিকদার (৩৫), সুলতানশাহী গ্রামের গ্রামের আল-আমিনের ছেলে নয়ন শেখ (১১) ও মেয়ে মরিয়াম (৮), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখের (৩৭) ও আবু বক্কার শেখ (৩৩), দুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), মাদারীপুরের টেকেহাটের সিরাজ ব্যাপারীর স্ত্রী রেণু বেগম (৪৫), টেকেরহাটের সিরাজ ব্যাপারীর মেয়ে মেঘলা (৯)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক রুবেল শেখ ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম ফারুক এভরিনিউজকে জানান, বিকেলে বিস্তারিত

বড়লেখা ৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি ও খেলাফত মজলিশের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরমধ্যে বুধবার রাতে ২ জনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। অপর ৬ নেতাকর্মী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।এনিয়ে গত দু’দিনে খেলাফত মজলিশ ও বিএনপির ১৪ জননেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। বুধবার রাতে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেনবড়লেখা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক রহিম বক্ত মুসা ওবর্নি ইউপি খেলাফত মজলিসের নেতা হেলাল উদ্দিন। এদিকেবৃহস্পতিবার আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিনপ্রার্থনা করেন উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন কাঠালতলীএলাকার বিএনপির ৬ নেতাকর্মী খালেদ আহমদ, সুজন মিয়া,সাব্বির আহমদ, হাশিম আলী, সাহাব উদ্দিন ও রাহিনআহমদ। বিজ্ঞ আদালত তাদের জামিন না দিয়ে কারাগারেপাঠানোর নির্দেশ দিয়েছেন।থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, পৃথক মামলায় গ্রেফতার ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোহয়েছে। এছাড়া অপর একটি মামলার এজাহার নামীয় ৬ আসামী বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিজ্ঞ আদালততাদেরকে কারাগারে পাঠিয়েছেন। Tweet

নাসিরনগর সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান নিহত

মো: আব্দুল হান্নান নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান মো. হাসান খাঁ (৬৫) নিহত হয়েছেন। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি গোর্কণ থেকে চৈয়রাকুড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান খাঁ গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের মৃত মালন খাঁর ছেলে। গোকর্ণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা বকুল চৌধুরী জানান, চেয়ারম্যান হাসান খাঁ ব্যাটারিচালিত অটোরিকশায় করে চৈয়ারকুড়ি বাজারে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নাসিরনগর থানা পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে এভরিনিউজকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Tweet

ফতুল্লা গ্যাসের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার ফতুল্লা: নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ ছায়া রানী হরিদাসি (৬০) ও তার মেয়ে সুমিত্রা (২৭) মারা গেছেন। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে মা ও সকাল ১০টার দিকে মেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এভরিনিউজক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হন। বাকি সাতজন ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। Tweet

কোম্পানীগঞ্জ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্ছারামপুরে সাহাবুদ্দিন হক সাহেব (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাহাবুদ্দিন হক সাহেব কবিরহাট উপজেলার ভূইয়ারহাট গ্রামের মৃত শামছুল হকের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এভরিনিউজকে জানান, রাতে দুই ডাকাত দলের অন্তঃকোন্দলের জের ধরে গুলিবিনিময় হলে সাহাবুদ্দিন হক সাহেব গুলিবিদ্ধ হন। ভোর ৪টার দিকে টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সাহাবুদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত সাহাবুদ্দিনের নামে ডাকাতি ও হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১০টির মতো মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Tweet

রামপাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে…

স্টাফ রিপোর্টার বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। বুধবার দিনগত রাত ৩টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। এছাড়া অপরজনের পরিচয় পাওয়া যায়নি। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম এভরিনিউজকে জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় ২০ জন। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় রায় এভরিনিউজকে বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ও আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। Tweet