সোমবার সকাল ৯:৪৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » সমগ্র-বাংলাদেশ.

পত্নীতলা আ’লীগ সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীকে (৭০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র এভরিনিউজকে জানান, রাতে বাড়িতে ঢুকে ড্রইংরুমে ইসহাকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা জানান, ঘটনার সময় ইসহাকের গাড়ির চালক দুলাল হোসেন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তদের মুখে কাপড় বাধা ছিল। ফলে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। Tweet

ভিকারুননিসার অধ্যক্ষসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

ঢাকা ব্যুরো: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা (মামলা নং-১০) দায়ের করেছেন তার বাবা দিলীপ অধিকারী। মঙ্গলবার রাতে দিলীপ অধিকারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বিষয়টি এভরিনিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরাসহ তিন শিক্ষিকাকে আসামি করা হয়েছে। গড সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রী অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেন। অরিত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা দিলীপ অধিকারী বলেন, অরিত্রীর স্কুলের বার্ষিক পরীক্ষা চলছিল। রোববার পরীক্ষা দেওয়ার সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ আমাদের স্কুলে যেতে বলেন। স্কুলে যাওয়ার পর কর্তৃপক্ষ জানায়, তার মেয়ে পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে নকল করছিল। তাই তাকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর শোনার বিস্তারিত

৮ ডিসেম্বর জাতীয় সাংবাদিক ক্লাবের আলোচনা সভা

ঢাকা ব্যুরো: আগামী ৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জাতীয় সাংবাদিক ক্লাব’র কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ক্লাব’র কার্যালয় ১২৪/১, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য়তলা), শান্তিনগর মোড়, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করবেন জাতীয় সাংবাদিক ক্লাব’র সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস। সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক শেখ মো: উবাইদুল কবির। সভায় জাতীয় সাংবাদিক ক্লাব’র সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।   Tweet

বেলকুচি কুয়ায় কিশোরে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত একটি কুয়া থেকে মোতালেব (১৬) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি উপজেলার চর ধুলগাগরাখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোতালেব ওই গ্রামের আলমের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সোমবার রাত থেকে নিখোঁজ ছিল মোতালেব। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত কুয়ায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পারিবারিক সূত্রে জানা যায়, মোতালেব জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে, কুয়ায় পড়ে গিয়ে মোতালেব মারা গেছে। Tweet

ঢাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা ব্যুরো: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর সোমবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির টাঙ্গাইল ঘাটাইল উপজেলার মো. হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি স্থানীয়ও অনন্ত রঙ্গ ডট কম নামে একটি প্রতিষ্ঠানে বিদ্যুৎমিস্ত্রী হিসেবে কাজ করতেন। মৃত নাছিরের সহকর্মী বেলাল জানান, দক্ষিণ বনশ্রীর ফরাজি ডেন্টাল হাসপাতালের সামনে বৈদ্যুতিক একটি খুঁটিতে ইন্টারনেটের সংযোগ লাগাচ্ছিলেন নাছির। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এভরিনিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। Tweet

না’গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর ফকির নিটওয়্যার নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে ভাঙচুর ও বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ওসি-পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ৩ ডিসেম্বর সোমবার দুপুর ১২টার দিকে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করে। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এভরিনিউজকে জানান, উৎপাদন মজুরি বাড়ানোর বিষয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। দুপুরে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ করে। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বলেও জানান ওসি মঞ্জুর।     Tweet

নারায়ণগঞ্জে এসপি হারুনকে বদলি

ঢাকা ব্যুরো: ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) ও গাজীপুরের সাবেক এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। ২ ডিসেম্বর রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন (ইসি) তার এই বদলি সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়। ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। তিনি নথিতে উল্লেখ করেছেন, ভোটের আগে এসপি হারুনকে নারায়ণগঞ্জ বদলি করা ঠিক হবে না। ৩০ ডিসেম্বর ভোটের পর বদলি করা যেতে পারে। তবে তাঁর আপত্তি টিকেনি। অন্য চারজন কমিশনারের বদলির পক্ষে একমত থাকায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হারুনকে নারায়ণগঞ্জে বদলি অনুমোদন দেয়া হয়। এছাড়াও নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে পুলিশ হেড কোয়ার্টারে এআইজি পদে ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ পুলিশ মহপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। এর আগে নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানকে বদলির জন্য ২০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দাবি জানানো হয়। সে সময় বিস্তারিত

বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা…

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান নামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২ ডিসেম্বর রোববার ভোরে শহরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন এভরিনিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গেলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হাসান র‍্যাব সদস্যদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি শুরু করেন। পরে র‍্যাবও পাল্টা গুলি শুরু করলে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি বলেন, এসময় হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে। Tweet

পাবনা ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার পাবনা: পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নূরপুর বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। ২ ডিসেম্বর রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এভরিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠবোঝাই একটি ঈশ্বরদী থেকে পাবনা দিকে আসার সময় নূরপুর বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন শ্রমিক নিহত হন। Tweet

আশুগঞ্জ লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ১ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার খোলা পাড়া গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খোলা পাড়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে। এলাকাবাসী ও পুুলিশ সূত্রে যানাযায়, আব্দুল্লাহ ঘোসল করতে যাওয়ার সময় হারুন তার বাড়ীর সামনের রাস্তা ব্যবহারে বাধা দেয়। এতে দুজনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হারুন আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এবং তার হাতে থাকা লাঠি দিয়ে তার তলপেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানার তদন্ত (ওসি ) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক হারুন পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।     Tweet