সোমবার সন্ধ্যা ৬:২২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » রাজনীতি.

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নিখোঁজ প্রার্থী আসিফকে পাওয়া গেছে

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদ গত ছয় দিন ধরে ‘নিখোঁজ’ থাকার পর তার সন্ধান পাওয়া গেছে। তিনি রাজধানীর বসুন্ধরার নিজ বাসায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, সাধারণ ডায়েরী (জিডি) তদন্তে স্বার্থে আমাদের অফিসার ইনচার্জ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার স্ত্রী মেহেরুন্নিছা জানান তার স্বামী ঢাকার বাসায় আছে। তাকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হবে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন। উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। Tweet

বগুড়া নৌকার জয়

স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু জয়ী হয়েছেন। ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে তিনি জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। বুধবার ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন। এই আসনে তৃতীয় অবস্থানে হয়েছেন লাঙ্গল প্রতীকের নুরুল ইসলাম ওমর। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট। একতারা প্রতীকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে। বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোটকেন্দ্র ছিল ১৪৩টি। Tweet

সাত্তার উকিলের জয়

স্টাফ রিপোর্টার সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভুইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। কলারছড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট। লাঙল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন নয় হাজার ৫৮০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপির অপর বহিষ্কৃত নেতা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন তিন হাজার ২৩৮ ভোট। তার প্রতীক ছিল মোটরগাড়ি। গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন এক হাজার ৪২৭ ভোট। এদিকে নির্বাচিত হওয়ার পর দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উকিল আবদুস সাত্তার ভুইয়া। তিনি বলেন, দুঃসময়ে যারা পাশে থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাব। Tweet

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে,আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার আখাউড়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন ‘একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে। ২৭ জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির পদযাত্রী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা পরিষ্কারভাবে লেখা আছে।আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। এর আগে তিনি সকাল সোয়া ১০ টায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংঠনের নেতাকর্মী ও উপস্থিত লোকজনকে নববর্ষের শুভেচ্ছা জানান। আখাউড়া স্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার বিস্তারিত

গাইবান্ধা-৫ নৌকার জয়

স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫টি কেন্দ্রের ফলাফলে নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রনজু (লাঙল) প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট। ৪ জানুয়ারি বুধবার সন্ধ্যার পর ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ হল রুম থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, ফুলছড়ি উপজেলার ১৩২ কেন্দ্রের মধ্যে ৫৭ কেন্দ্র ও সাঘাটার ৮৮ কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। দুই উপজেলার ১৪৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একযোগে পাওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা  ৩ লাখ ৩৯ হাজার ৪ জন। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে সক্রিয় আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী (জাপা) এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল)। তবে ভোটের মাঠে প্রচারণায় দেখা যায়নি বিকল্পধারা বিস্তারিত

মনোনয়ন কিনলেন হিরো আলম

স্টাফ রিপোর্টার বগুড়া: বিএনপির দুই সংসদ সদস্য পদত্যাগ করার পর বগুড়ার দুটি আসন থেকেই উপনির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ২ জানুয়ারি সোমবার দুপুরে বগুড়ার নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। বগুড়া-৬ আসন (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। কোনো আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন হিরো আলম। হিরো আলম সাংবাদিকদের বলেন, নির্বাচন ও অভিনয় জগত দুটি আলাদা। আমরা যখন অভিনয় করি, তখন অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। আর যখন জনসেবা করি, তখন জনসেবা নিয়েই ব্যস্ত থাকি। অভিনেতা হিসেবে জনপ্রতিনিধি হয়ে জনগণকে কিছুই দিবো না। তবে বিভিন্ন অনুষ্ঠানে বিনোদন দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আমি জনগণকে নিয়ে কাজ করি। সবসময় জনগণের পাশে থাকতে চাই। এ কারণে জনগণ আমাকে ভোট দিবেন। বিএনপির দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও বিস্তারিত

আবদুস সাত্তার ভূঁইয়াকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার সরাইল: জাতীয় সংসদ ও দল থেকে পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কেনায় বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ২ জানুয়ারি সোমবার সরাইল প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর। এ সময় প্রেসক্লাবের বাইরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নুরুজ্জামান লস্কর বলেন, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য শেষ বয়সে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ জন্য আমরা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করতে এলে স্বার্থপর, লোভী, নির্লজ্জ আত্মকেন্দ্রিক আবদুস সাত্তারকে প্রতিহত করা হবে। তিনি তার ছেলের দ্বারা ভুল পথে পরিচালিত হয়ে বিস্তারিত

মনোনয়নপত্র নিলেন বিএনপির পদত্যাগী নেতা আবদুস সাত্তার

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: উপ-নির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া।  ১ জানুয়ারি রোববার বিকেলে আবদুর রশিদ নামের একজন তার পক্ষে মনোনয়নপত্র নেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান। রোববার আবদুস সাত্তারসহ মোট ৭ জন মনোনয়নপত্র নিয়েছেন জেলা নির্বাচন অফিস থেকে। এর আগে, দল থেকে তার পদত্যাগের পর আলোচনা ছড়িয়েছিল, তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া সম্প্রতি সংসদ থেকে দলের সিদ্ধান্তে পদত্যাগ করেন। এরপর তিনি দলও ছাড়েন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তার দলত্যাগ উপ-নির্বাচনে আলোচনায় নতুন মাত্রা যোগ করে। আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ভোট। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ৮ জানুয়ারি আর প্রত্যাহার ১৫ জানুয়ারি। পারিবারিক সূত্র জানায়, ১৯৭৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির টিকিটে দুইবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্রেট কোটায় তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন বিস্তারিত

বগুড়া-৪ আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন মনজুরুল

ঢাকা অফিস: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। ৩১ ডিসেম্বর শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় মনজুরুল ইসলাম মেঘ সাংবাদিকদের বলেন, বগুড়া-৪ আসনে প্রায় ১ লাখ নতুন ভোটার হয়েছে। এ ভোটগুলো আওয়ামী লীগের ব্যাংক। আমাকে নমিনেশন দিলে নৌকা মার্কা নিয়ে আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমি চলচ্চিত্র নিয়ে যেমন কাজ করেছি, তেমনি সামাজিক সেচ্ছাসেবী উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছি আমার নির্বাচনী এলাকায়। ফলে তরুণ ভোটাররা আমার সামজিক কাজের কর্মী, মুরব্বিরা আমার সমর্থক ও অনুপ্রেরণা। আমাকে নমিনেশন দিলে এ আসনে প্রায় ৪৭ বছর পরে আওয়ামী লীগের বিজয় হবে। মেঘ বলেন, আমি এমন এক আসন থেকে নমিনেশন ফরম জমা দিলাম যে আসনে বিগত প্রায় ৪৭ বছর আওয়ামী লীগের নৌকা মার্কায় কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি। ফলে এ বিস্তারিত

বিএনপি ছাড়লেন সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার

ঢাকা অফিস: জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপির পদও ছেড়েছেন সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়া (উকিল আব্দুস সাত্তার)। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। গত বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার বাবা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে। তাছাড়া আমার বাবা টানা ২৭ বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। নিজ উপজেলা কমিটি গঠনের ব্যাপারেও তার বাবার পরামর্শ নেওয়া হচ্ছে না উল্লেখ করে মাঈনুল হাসান বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কল করলেও ধরেন না। তাই সম্মান থাকতে আমার বাবা দল থেকে পদত্যাগ করেছেন। আসন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আমাদের পরিবারের পক্ষ থেকে নেওয়া বিস্তারিত