সোমবার দুপুর ২:২৬, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » খেলা.

আশুগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাহাদুরপুর গ্রামের সারং বাড়ি ও শেখ বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম এভরিনিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   Tweet

কাবাডি টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার নীলফামারী: বসুন্ধরা কিংস-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টুর্নামেন্ট প্রথম পর্বের ( হোম অ্যান্ড অ্যাওয়ে) খেলা নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে। ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় স্থানীয় ফাইভ স্টার মাঠে খেলার উদ্বোধন করেন বসুন্ধরা কিংস সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর ও কিশোরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সরকারি কৌশলী রমেন্দ্র বর্ধন বাপ্পী, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা। জেলা পুলিশ নীলফামারী এই প্রতিযোগিতার আয়োজন করে। পৃষ্ঠপোষকতায় রয়েছে বসুন্ধরা কিংস। প্রথম পর্বে অংশ নেয় সৈয়দপুর, জলঢাকা ও ডোমার থানা দল। Tweet

পাকিস্তান – অস্ট্রেলিয়া খেলবে বিশ্বকাপ ফাইনাল

স্পোর্টস রিপোর্ট: ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৯ দিন। প্রতিটি দল নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও বসে নেই। এক এক জন তাদের পছন্দের দল ও দেশ নিয়ে বসে পড়েছেন বিশ্লেষণে। ৩০ মে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মাটিতে বসতে যাওয়া এবারের আসরে কে হবে চ্যাম্পিয়ন তাই নিয়ে এরই মধ্যে ভবিষ্যৎবাণীও দিতে শুরু করেছেন অনেকে। ব্যতিক্রম নন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারও। ২০ বছর আগে ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় শোয়েবের দেশ পাকিস্তান। সেই তিক্ত স্মৃতি এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। তবে শোয়েবের মতে, আবারও ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রলিয়া ও পাকিস্তান। পাশাপাশি অবশ্য আয়োজক ইংল্যান্ডকেও ফেলে দিচ্ছেন না। তবে হটফেবারিট ভারতকে নিজের তালিকায় রাখছেন না তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টের আলোচনায় শোয়েব জানান, অস্ট্রেলিয়া-পাকিস্তান ফাইনাল ভাবছেন তিনি, তবে ইংল্যান্ডকেও ফেলে দিচ্ছেন না। যদিও ভারত অনেকেরই পছন্দের তালিকায় তবে শোয়েব তাদের নিয়ে ভাবছেন না। Tweet

বাহরাইনে লড়াই করে হারলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট: শক্তিমত্তার দিক থেকে দুই দলের ব্যবধান অনেক। ফিফার ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৯২, সেখানে বাহরাইনের অবস্থান ১১১। খেলায় অবশ্য র‍্যাঙ্কিংয়ের প্রভাব খুব একটা দেখা যায়নি। বরং স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে গেলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে বাহরাইনের ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের যুবারা। ম্যাচের একমাত্র গোলটি আসে ২১ মিনিটে। বাকি সময় অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেননি জেমি ডে’র শিষ্যরা। তবে গোল খেলেও খেলায় ঠিকই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন মাশুক মিয়া জনি, জিকোরা। বিশেষ করে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কথা না বললেই নয়। স্বাগতিকদের গোল ব্যবধান বাড়াতে দেননি তিনি। এদিকে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে আর তৃতীয় ম্যাচ (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে। ১১ গ্রুপের এই বাছাইপর্ব শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও ৪ রানার্সআপ দল ও আসরের আয়োজক থাইল্যান্ড খেলবে মূল পর্বে। বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিসব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারি চৌধুরী মন্টু প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সুহিলপুর ইউনিয়ন ১৩ পয়েন্টে নাটাই দক্ষিণ ইউনিয়নকে পরাজিত করে জয়ী হয়। বিপুল সংখ্যক দর্শক উৎসবমূখর পরিবেশে খেলাটি উপভোগ করেন। প্রতিযোগিতায় সদর উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে ১১টি দল অংশগ্রহণ করছে।     Tweet

নিরাপদে দেশে ফিরলেন টাইগাররা

ঢাকা ব্যুরো: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ঘটনায় ‘মানসিকভাবে বিপর্যস্ত’ বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে দেশে ফিরেছেন। ১৬ মার্চ শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, দেশে ফিরে এসে খুব ভালো লাগছে। ঘটনার পর ওইদিন রাতে একটুও ঘুমাতে পারিনি। দেশবাসীকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করার জন্য। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমি ক্রিকেটারদের অবস্থা দেখেছি, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি তাদের বলেছি বাসায় গিয়ে রেস্ট করো। নিজেদের মতো করে যেভাবে ভালো লাগে সময় কাটাও। নিরাপদে দেশে ফিরলেন টাইগাররাক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে ১৬ মার্চ শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদসহ দুই মসজিদ ও পৃথক আরও এক স্থানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করা হয়। বাংলাদেশ দলকে দ্রুত ফিরিয়ে আনার প্রেক্ষিতে শনিবার রাতে নিরাপদে দেশে ফিরলেন টাইগাররা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বিস্তারিত

ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল, ফিরে আসছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্ট: ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে ১৬ মার্চ শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিলো। কিন্তু হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদসহ দুই মসজিদ ও পৃথক আরো এক স্থানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। ১৫ মার্চ শুক্রবার জুমা নামাজ শুরুর দশ মিনিটের মাথায় হ্যাগলি ওভালের কাছের আল নুর মসজিদসহ দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়। এর পরপরই দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তে হ্যাগলি ওভালে অনুষ্ঠেয় তৃতীয় টেস্ট বাতিল করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ‘ক্রাইস্টচার্চের ক্ষতিগ্রস্থদের পরিবার ও বন্ধুদের জন্য রয়েছে আমাদের মন থেকে সমবেদনা। এই অবস্থায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করা হবে। আবারও বলি দুই দলের খেলোয়াড় ও স্টাফরা নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ‘শহরের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যারা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ছিলেন তারা সবাই নিরাপদে বিস্তারিত

কম্বোডিয়া গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্ট: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যচ খেলতে কম্বোডিয়া গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৯ মার্চ স্বাগতিক কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারলাইন্সে করে ঢাকা ছাড়েন কোচ জেমি ডে’র নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ দল। ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন ইমন মাহমুদ। তার পারিবর্তে দলে নেওয়া হয়েছে সোহেল রানাকে। দীর্ঘ ৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের দলটি। সর্বশেষ গত বছর ১০ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। চেষ্টা করেও ম্যাচ খেলার জন্য দল পাওয়া যাচ্ছিল না। এরপর কোচের পরামর্শ অনুযায়ী প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সামনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। তাই অনূর্ধ্ব-২৩ দলের ১১ জনকে স্কোয়াডে রেখেছেন কোচ জেমি ডে। এদের ওপর কোচের নজর থাকবে বেশি। কম্বোডিয়া থেকে ফিরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব- ২৩ দল। Tweet

মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্ট: আগের ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে বিধ্বস্ত করার পর আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া লেগেছিল। তার জোরেই পরের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হলো মারিয়া মান্দাদের। ১ মার্চ শুক্রবার মানডালার থিরি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হন মান্দা-মনিকারা। স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে শেষ পর্যন্ত জয়ও ছিনিয়ে এনেছেন। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। মিয়ানমায়ারের রক্ষণে আঁখি-নাজমারা বেশ কয়েকবার আক্রমণ শানালেও প্রথম ও একমাত্র গোলটি আসে ম্যাচের ৬৮ মিনিটে। কর্নার থেকে মিডফিল্ডার মনিকা চাকমার বাঁকানো শট মিয়ানমার গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে গেলে জয়সূচক গোল পায় বাংলাদেশ। এই জয়ে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ার সেরা আট দেশ নিয়ে আগামী সেপ্টেম্বরে বসবে ওই আসর, সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ও জাপান। বাকি দলগুলো যেখানে বাংলাদেশের মতোই বাছাই পর্ব বিস্তারিত

পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা না দিয়ে বড় বিপাকে…

স্পোর্টস রিপোর্ট: পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা না দিয়ে বড় বিপাকে পড়ল ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত আর আন্তর্জাতিক অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না ভারত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক শুটিং বিশ্বকাপে পাকিস্তানের ক্রীড়াবিদ জিএম বসির ও খালিল আহমেদকে ভিসা দেয়নি ভারত। এর বিরুদ্ধে সরব হয় পাকিস্তান শুটিং সংস্থা। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করে পাকিস্তান খেলোয়াড়রা। ফলে ভারতের ওপর খড়গহস্ত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিক কমিটি জানিয়েছে, ভারত নিয়ম ভেঙেছে। খেলাধুলোর মধ্যে রাজনৈতিক বিষয় টেনে আনা উচিত নয়। তারা সেটাই করেছে। তাই ভারত এখন থেকে আন্তর্জাতিক অলিম্পিক কোনো খেলাই আয়োজন করতে পারবে না। ভারতকে চিঠি লিখে অলিম্পিক কমিটিকে জানাতে হবে যে, তারা সব প্রতিযোগীকে আসতে দিতে চায়। তার পরেই ভারত প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পাবে। Tweet